আমাদের কথা খুঁজে নিন

   

এই নেন, একটুকরো রবীন্দ্রনাথ...দুইটুকরো আধুনিকতা

একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী। জাগরণে যায় বিভাবরী--- আঁখি হতে ঘুম নিল হরি মরি মরি।। যার লাগি ফিরি একা একা--- আঁখি পিপাসিত, নাহি দেখা, তারি বাঁশি ওগো তারি বাঁশি তারি বাঁশি বাজে হিয়া ভরি মরি মরি।। বাণী নাহি, তবু কানে কানে কী যে শুনি তাহা কেবা জানে। এই হিয়াভরা বেদনাতে, বারি ছলোছলো আঁখিপাতে, ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি।। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।