আমাদের কথা খুঁজে নিন

   

১লা মে শ্রমিক দিবস উপলক্ষ্যে সেচ্ছাসেবী সংগঠন ড্রিম মেকার এর কার্যক্রম

কিছুই কমুনা..... ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিক শ্রেণীর শোষণমুক্তির সুদীর্ঘ যাত্রাপথে প্রথম পদক্ষেপের দিন। ‘মে দিবস’ নামে খ্যাত এই দিনটি পৃথিবীর সকল দেশে (আমেরিকা ছাড়া) শ্রমজীবি মানুষের জন্য আন্তর্জাতিক ছুটির দিন হিসেবে পালিত হয়ে আসছে। ইতোপূর্বে বিশ্বের শ্রমজীবি মানুষের জন্য শ্রমের কোন সময়কাল নির্ধারণ করা ছিল না। শ্রমিকদের ১৪/১৫ ঘন্টারও অধিক সময় কাজ করতে হতো।

দীর্ঘকাল ধরে সংগ্রাম ও সহস্রাধিক শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে অবশেষে দৈনিক ৮(আট) ঘন্টা শ্রমের দাবী বাস্তবায়িত হয়। তৎকালীন মার্কিন সরকার এবং মালিক পক্ষ এই আন্দোলনকে বল প্রয়োগের মাধ্যমে স্তব্ধ করতে চেয়েছিল। শ্রমিকদের তীব্র আন্দোলনের শক্তির কাছে সরকার ও মালিক পক্ষ পরাজিত হয়ে শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়। ১৮৮০ সাল থেকে পৃথিবীর সব দেশেই ১লা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস হিসেবে গন্য হয়ে আসছে। আজ থেকে ১২৫ বছর আগে ১৮৮৬ সালে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি আদায় ও মর্যাদার যে লড়াই শুরু হয়েছিল, তা চলছে আজও।

বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও বিভিন্ন সংগঠন দিনটি ঘটা করে পালন করে। সেচ্ছাসেবী সংগঠন 'ড্রিম মেকার' বরাবরের মত এবারো মে দিবস উপলক্ষে ছিন্নমূল মানুষের মাঝে কাপড় এবং রাতের খাবার বিতরণ করে। মহাখালী, গুলিস্থান, শাহবাগ, মোহাম্মদপুর সহ ঢাকার বিভিন্ন এলাকায় রাতভর খাবার বিতরণ করা হয়। এতে অংশ নেয় ড্রিম মেকার এর এক ঝাঁক তরুন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র উক্ত কার্যক্রমে যোগ দেয়।

মে দিবস আমাদের স্বরণ করিয়ে দেয় শ্রমিকদের ত্যাগের কথা। তাদের শ্রমের উপরই টিকে আছে বর্তমান সভ্যতা। মহান মে দিবসের প্রাক্কালে আমরা বিশ্বের অগণিত শ্রমজীবি মানুষকে শ্রদ্ধাভরে স্মরণ করি। শ্রমিকের পবিত্র ঘাম যাতে বিশ্বময় যথার্থ মূল্যায়িত হয় সে কামনা করি। যাদের প্রতি আমরা কৃতজ্ঞঃ >> নাট্য অভিনেতা আজিজুল হাকিম >> অভিষেক স্যার, লেকচারার, এ আই ইউ বি সৌজন্যে- ড্রিম মেকার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।