আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২৭৪ (এই একলা আমার একলা আমি)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! একলা চলার একলা পথে পিছু ফিরি কে যেন ডাকে। পায়ের নিচে পাতার ভাঙার শব্দ আবার হাঁটি বিকাল নিঝুম নিস্তব্ধ। হঠাৎ করেই নিজেকে বড় একা লাগে। যখন প্রচন্ড ক্লান্তি ভর করে তখন খুব বিষন্নতায় ভুগি। রাত জাগার অভ্যাস বাড়ছে।

ঘুম কমে যাচ্ছে। এমন নয় যে আমার আশেরপাশের মানুষগুলো আমাকে আগের মতন ভালোবাসছে না। আমার এই হুট করে মন খারাপ হওয়ার রোগটা কিন্তু বহুদিনের পুরানো। সেই ছোটবেলা থেকে এই রোগটা নিয়ে বড় হয়েছি। দুম করে মন খারাপ করে ফেলা আর সেটাকে মনের গহীনে খুব যত্ন করে বেড়ে তোলার অভ্যাসটা সবসময় রয়ে গেছে।

এই মন খারাপটা আমার ভিতর চাপা স্বভাবটাকে বাড়িয়ে তোলে। পুরানো সেই দিনের কথা মনে পড়ে গেল, সেবার পায়ে খুব ব্যথ্যা পেলাম পড়ে গিয়েছিলাম খেলতে গিয়ে পা থেকে গলগল করে রক্ত বেরুচ্ছিলো। বেশ বড়সড়ো কাঁচের টুকরো ঢুকে গিয়েছিল। আমার বন্ধুরা ছুটে এসে সেই কাঁচ বের করে এনেছিল, দূর্বা ঘাস লাগিয়ে কাপড়ের পট্টি দিয়ে বাড়ী পৌছে দিয়েছিল। আমি খুড়িয়ে খুড়িয়ে বাড়ি ঢুকেছিলাম।

কাউকে কিছু বলতে পারি নি। আমার ভালো লাগতো না আমাকে নিয়ে কেউ ভাবুক, দুশ্চিন্তা করুক। আমি এত চাপা স্বভাবের আমার আশের পাশের মানুষগুলো কোনদিন আমাকে উপলব্ধি করতে পারে নি। এমনতাই আমি চেয়েছি। হয়ত আমাকে তোমার মনে হতে পারে আমি প্রচন্ড অভিমানী, আবেগপ্রবন পাগল কিসিমের কেউ।

হয়ত তাই। আমি মাঝে মাঝে আমাকেই চিনতে পারি না। আর তোমরা কি করে পারবে বলো ? ১২ই মার্চ, ২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৭৪/৩৬৫ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।