আমাদের কথা খুঁজে নিন

   

আজ ২০১১-১২ অর্থবছরে সরকারী দলের এগিয়ে যাওয়ার বাজেটঃ বিরোধী দলের মাঠ গরম করায় পায়তারা

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় সংসদে সংসদ অধিবেশনে আবুল মাল আব্দুল মুহিত আগামী ২০১১-১২ অর্থবছরেরউন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে বেশি আয় এবং বেশি ব্যয়ের এক উন্নয়নমুখী বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। বিরোধী দল সংসদ বর্জন করলেও দেশের উন্নয়নের ভাবনা থেকে গতবারের মতো এবারও একটি বিকল্প বাজেট ঘোষণা করেছেন। অর্থের ও সময়ের অপচয় করে এই বাজেটের কী মূল্য আছে তা আমার বোধগম্য নয়। কারণ এই বাজেট সরকারী দলের কাছে কতটুকু গ্রহণযোগ্য বা তার প্রতিফলন দেশের উন্নয়নের ক্ষেত্রে কোন ভূমিকা রাখবে কী না তা প্রশ্নবিদ্ধ। সুতরাং তারা এই বিকল্প বাজেট ঘোষণা না করে যদি সংসদে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতেন তা হলে দেশ উপকৃত হতো বলে আমার বিশ্বাস।

গতানুগতিক ভাবেই সরকারী দল ও সরকার দলীয় সমর্থকরা একে গণমুখী বাজেট বললেও বিরোধী দল ও তাদের সমর্থকরা একে উচ্চাভিলাষী বাজেট বলে আখ্যায়িত করবেন। হয়তো ইতি মধ্যে এই পরস্পর বিরোধী বক্তব্য সম্বলিত হাতে লেখা ও ডিজিটাল ব্যানার তৈরীর ধুম লেগেছে রংতুলির আকিঁয়ে এবং ডিজিটাল ব্যানার প্রস্তুতকারীদের দোকানে দোকানে। মুহিত সাহেবের বাজেট ঘোষণার পরপরই পরস্পর বিরোধী এই ব্যানার নিয়ে রাজপথ গরম করবে দু্ই দলের নেতা কর্মী ও সমর্থকরা। এর আগে বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতের রায়ের বিরুদ্ধে এক খানি হরতাল উপহার দিয়েছেন জাতিকে। এই হরতালে তত্ত্ববধায়ক সরকার পদ্ধতি টিকে যাবে নাকি আদালতের রায় বহা'ল থাকবে তা নিশ্চিত না হলেও জনগণের যে দূর্ভোগ পোহাতে হয়েছে এবং দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা নেতা নেত্রীরা বুঝতে অক্ষম হলেও খেটে খাওয়া মানুষেরা হাড়ে হাড়ে টের পেয়েছে।

সরকারের বাজেট পেশের পর বিরোধী দল হয়তে একে উচ্চাভিলাষী ও দেশের দরিদ্র জনগোষ্ঠীকে আরও দরিদ্র করবে বলে আশঙ্কা প্রকাশ করে বিক্ষোপ মিছিল এমনকি আরও এক খানা হরতাল উপহার দেবেন। এবারএর মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। টানা দুই দিনের হরতাল সহ্যকরার প্রস্তুতি গ্রহণ করুন এখন থেকেই। আগামী কাল বিরোধীদল এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। আবার হরতাল আবারও জ্বালাও পোড়াও চলতেই থাকবে।

যারা অনেকদিন যাবৎ মধুমাসের মিষ্টি ফলের স্বাদ গ্রহণ করতে লালায়িত হলেও এর মূল্যের যোগান দিতে না পারায় ভগ্নমনোরথ হয়ে বাসায় ফিরেছেন তাদের জন্য ৪ দিনের এই ছুটি ঈদের ছুটির আনন্দের মতো মনে হবে। ঘুরে আসতে পারবেন নিজ জন্মস্থান ও স্বাদ নিতে পারবেন ফরমালিন মুক্ত মধুমাসের মিষ্টি ফলের যদি ভাগ্যের শিকা ছিড়ে ! অভাগা এই দেশের মানুষ হিসেবে আমরা এই সরকারী ও বিরোধী দলের যাতা কলে আর কত কাল পিষ্ট হতে থাকবো?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।