আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় নো-ফ্লাই জোন প্রতিষ্ঠায় রাজি তুরস্ক

তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র এ উদ্যোগ নিলে তার দেশে এতে সমর্থন দেবে।
এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এরদোয়ান একথা বলেন।
সিরিয়ায় সম্ভাব্য নো-ফ্লাই জোন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে তুরস্ক সমর্থন দেবে কিনা -এ প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, “আমরা একেবারে শুরু থেকেই… হ্যাঁ বলব।”
কিন্তু নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে হলে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রয়োজন পড়বে, সিরিয়ায় পাঠাতে হতে পারে সেনাও।আর তাতে হতাহতের ঘটনা ঘটারও ঝুঁকি আছে।
আর তাই যুক্তরাষ্ট্রের খুব শিগগিরিই এ ধরনের জোন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা।
তবে তুরস্কের আগ্রহের কারণে ওয়াশিংটন সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চাপে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
সিরিয়ার চলমান সহিংসতায় প্রতিবেশী দেশ তুরস্ক উস্কানি এবং বিদোহীদেরকে নানা ধরনের সহযোগিতা করে আসছে বলে দামেস্ক অভিযোগ করছে।
গতমাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অভিযোগ করে বলেছেন, তুরস্ক বিদ্রোহীদের নিরাপদ আশ্রয় এবং তুর্কি সরকার তাদেরকে সিরিয়ার ভেতরে যুদ্ধের জন্য পাঠাচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.