আমাদের কথা খুঁজে নিন

   

জল-ঘ্রাণ ( অনুগল্প )

-তুমি জলের ঘ্রাণ পাও ? -জলের কোন ঘ্রাণ নেই । ঘ্রাণ পাবো কোথ্থেকে ? -আছে । জলেরো ঘ্রাণ আছে । আমি মাঝে মাঝে অন্ধকারে জলে নেমে ঘ্রাণ নেই । জলের ঘ্রাণ... -মাথ্থা খারাপ... -তা তুমি বলতেই পারো ।

সবাইতো আর সেই ঘ্রাণ পায় না । আমি পাই... -দুষিত জল হলে...ঠিক আছে । -না না না...এই ঘ্রাণ জলের নিজস্ব । কোন কিছু মিশে নয় । -মাথার ডাক্তার দেখাও ।

-হাঃ হাঃ হাঃ... -হাসছ কেন ? -তোমার কথা শুনে । প্রিয়তমা !... -বলো -চলো জলে নামি । তোমাকে ঘ্রাণ নেওয়া শেখাই... -নাআ ! আমার বড়ো জলভয় । আমি সাঁতার জানি না । -হাঃ হাঃ হাঃ...ভয় নেই ।

-কিন্তু কোথায় জল ? এখানেতো জলাশয় নেই ! জলকেলী কোথায় করবে শুনি ? -তোমার জলে... -আমার জল ! -হুমম । ...আমার জলাশয় তুমি ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।