আমাদের কথা খুঁজে নিন

   

মহাবিশ্বের সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব (পর্ব ০৪)

আগুন্তক ছায়াপথে আমাদের সৌরজগতের অবস্থান নিপুণভাবে পরিকল্পিত। এর trajectory গ্যালাক্সির কেন্দ্র থেকে অনেক দূরে এবং গ্যালাক্সির সর্পিল বাহুগুলোর ( spiral arms) বাহিরে। গ্যালাক্সির সর্পিল বাহুগুলো নির্দিষ্ট কোণ এবং তল বজায় রেখে গ্যালাক্সির কেন্দ্র হতে বের হয়ে গেছে। পরপর দুটি বাহুর মধ্যবর্তী স্থানে খুব নগন্য সংখ্যক সৌর ব্যবস্থা আছে যার মধ্যে আমদের সৌরজগত একটি। এই সর্পিল বাহুগুলোর মধ্যবর্তী স্থানে আমাদের সৌরজগতের অবস্থান কি কাঁকতলিয়? আসুন বোঝার চেষ্টা করি।

যদি আমাদের সৌর জগতের অবস্থান গ্যালাক্সির সর্পিল বাহুর ভিতরে হোতো তবে আমাদের সৌরজগত গ্যস এবং গ্যসিয় বস্তু দ্বারা পরিবেষ্টিত থাকত। ফলে আমারা এখন রাতের আকাশের তারকা সজ্জিত যে সৌন্দর্য দেখি তা এত পরিষ্কার দেখা যেত না। আর যদি এই সৌরজগতের অবস্থান গ্যালাক্সির কেন্দ্রে হোতো তবে আমরা গ্যলাক্সির এই রহস্যময় সর্পিল রুপ দেখতে পেতাম না এবং আমাদের মহাবিশ্ব সম্পর্কে পরিষ্কার ধারনা পেতাম না। তাই সৌরজগতের এই অবস্থান শুধু আমাদের অস্তিত্বের জন্যই নয়, মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারনত দুটি সর্পিল বাহুর মধ্যবর্তী স্থানে অবস্থানরত তারকাগুলো খুব বেশী সময়ের জন্য তাদের এই অবস্থান ধরে রাখতে পারে না।

কারন এসব তারকা সর্পিল বাহু দ্বারা শোষিত হয়। কিন্তু গ্যালাক্সিতে সর্পিল বাহু দুটির মধ্যবর্তী স্থানে আমাদের সৌরজগতের অবস্থান ৪.৫ বিলিয়ন বছর ধরে অপরিবর্তিত রয়েছে। এই সুস্থিতির কারন আমাদের সূর্যের অবস্থান এমন একটি trajectory তে যাকে বলা হয় ‘ Galactic Co-rotation Radius’ । গ্যলাক্সির দুটি সর্পিল বাহুর মধ্যবর্তী স্থানে কোনো তারকার সুস্থিত অবস্থান নির্ভর করে গ্যলাক্সির কেন্দ্র হতে এর দূরত্বের উপর। এটিকে অবস্থান করতে হবে Co-rotation Radius এ যাতে এটি সর্পিল বাহুগুলোর সমান গতিতে কেন্দ্রের চারিদিকে পরিভ্রমণ করতে পারে।

আমাদের গ্যলাক্সির বিলিয়ন বিলিয়ন তারকার মধ্যে আমাদের সূর্যেরই এই বিশেষ অবস্থান এবং প্রয়োজনীয় দ্রুতি আছে। সর্পিল বাহুগুলোর ভেতরে অবস্থিত তারকাগুলোর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। এই বাহুর বাহিরে সুস্থিত অবস্থান করার কারনে আমাদের সৌরজগত এই মহাবিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গা। এছারাও এই অবস্থানের কারনে আমাদের সৌরজগত সুপারনোভা বিস্ফোরণের মারাত্মক ক্ষতির সিমার বাহিরে অবস্থিত। যদি আমাদের সৌরজগত গ্যালাক্সির অন্য কোনো অবস্থানে থাকত তবে আমাদের পৃথিবী এত বছর ধরে টিকে থাকতে পারত না।

মাইকেল ডেন্টন তার ‘ Nature’s Destiny’ বইটিতে বলেন “Thanks to the creation of our solar system in this special position, life—and human life—can be sustained on Earth. This is the reason why we can investigate the universe we live in and observe the unequalled, supreme, spectacular artistry in God’s creation. “ এই মহাবিশ্বে আমাদের সৌরজগতের অবস্থান এটাই প্রমাণ করে যে এটি মহান আল্লাহতায়ালা মানুষের জীবন ধারনের জন্য সৃষ্টি করেছেন। তিনিই স্তরে স্তরে সাজিয়ে সাতটি আসমান তৈরী করেছেন। তুমি রহমানের সৃষ্টকর্মে কোন প্রকার অসংগতি দেখতে পাবে না। আবার চোখ ফিরিয়ে দেখ, কোন ক্রটি দেখতে পাচ্ছ কি?তুমি বারবার দৃষ্টি ফিরিয়ে দেখ, তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে। (Qur’an, 67:3-4) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.