আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া/অনিক খান/হট্টগোল-১১

হট্টগোলের ১১ তম সংখ্যায় ছাপা হয়েছে নিচের ছড়াটি : আজকে আমার মন খারাপ অনিক খান আজকে আমি চাঁদ ছোঁব না চাঁদের সাথে আড়ি আজকে আকাশ, আকাশ শুধুই বন্ধ বাড়াবাড়ি। হাওয়ায় আমি ভাসবো না আজ ভাসবে ধূলিকণা আজ হবে না হাওয়ার সাথে আমার বনিবনা। আজকে আমি চা খাবো না ঠান্ডা হবে চায়ের কাপ আজকে আমি চা খাবো না আজকে আমার মন খারাপ। সাগর তুমি সাগর শুধুই আজকে তুমি বন্ধু নও আজকে না হয় ভাটার টানে অনেক অনেক দূরের হও। তোর বুকে আজ হাঁটবো না পথ বসবো না তোর পাশে আজকে আমি একলা হবো মগ্ন সর্বনাশে। আজকে আমি চা খাবো না ঠান্ডা হবে চায়ের কাপ আজকে আমি চা খাবো না আজকে আমার মন খারাপ। অনিক খান: ছড়াকার; নির্বাহী সম্পাদক-উন্মাদ ও রেডিও কর্মী।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।