যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন... রংপুরের ইতিহাস, ঐতিহ্য এবং সাহিত্যকর্ম, ভাষা ও সংস্কৃতি সুপ্রাচীন ও বিভাসিত। প্রাকৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্যের লীলা নিকেতন এই রংপুর। বলা যায় প্রকৃতির রহস্যময়তায় নান্দনিক সৌন্দর্যে প্রকৃতির আদরণীয় হিল্লোলে ও প্রাণময়তায় ভরপুর রংপুর। অর্থাৎ ‘রঙ্গঁরসে ভরপুর এই রঙ্গঁপুর’’। রংপুর স্থাপত্য ও দর্শণীয় স্থান সমুহঃ • বেগম রোকেয়ার বাড়ী (পায়রাবন্দ,মিঠাপুকুর) • রংপুর চিড়িয়াখানা ও জাদুঘর (সদর) • কেরামতিয়া মসজিদ (সদর) • মাওলানা কেরামত আলী জৈনপুরীর মাজার (সদর) • তাজহাট জমিদারবাড়ী (সদর) • ডিমলারাজ কালীমন্দির (সদর) • লতিবপুর তক্কা মসজিদ (মিঠাপুকুর) • মিঠাপুকুর তিন গম্বুজ মসজিদ (মিঠাপুকুর) • তারাগঞ্জ চার গম্বুজ মসজিদ (তারাগঞ্জ) • ঈসমাঈল গাজীর কাটাদুয়ার (পীরগঞ্জ) • রায়পুর জমিদারবাড়ী (পীরগঞ্জ) • পাটগ্রামের রাজা নীলাম্বরের জমিদারবাড়ী (পীরগঞ্জ) • রাধানগর নয় গম্বুজ মসজিদ (বদরগঞ্জ) • কুতুবপুর কুতুবশাহের মাজার (বদরগঞ্জ) • মানসিংহের ভীমের গড় (বদরগঞ্জ) • বখতিয়ারের ডাঙ্গা (বদরগঞ্জ) • মাদাইখামার • দিলালপুর জমিদারবাড়ী (বদরগঞ্জ) • চন্দনহাট হরিমন্দির (গঙ্গাচড়া) • বড় বিল মান্ডাইলের মসজিদ (গঙ্গাচড়া) • ঠাকুরদহের মন্দির (গঙ্গাচড়া) • ঢেপা মধুপুরের মন্দির (কাউনিয়া) • বুড়ির দিঘী (কাউনিয়া) • শহীদবাগ (কাউনিয়া) • তিস্তা রেলওয়ে সেতু (কাউনিয়া ও লালমনিরহাট) • কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ (সদর) • লালবিবির সমাধি সৌধ (মীরগঞ্জ,সদর) • রাজা রামমোহনের বাড়ি (দেওয়ানতলা,সদর) • ফকির নেতা মদিনা সাহেবের কবর (সদর) • নীলকুঠি (কুঠিপাড়া,গঙ্গাচড়া) • আঃ মজিদ চৌধুরীর জমিদার বাড়ি (গঙ্গাচড়া) • মহিপুরের জমিদারবাড়ী ও প্রাচীন মসজিদ (গঙ্গাচড়া) • মাওলানা কসর উদ্দিনের মাজার (তারাগঞ্জ) • বারাতি সেতু (তারাগঞ্জ) • প্রাচীন মসজিদ (হাড়িয়ার কুঠির ম্যানাননগরে,তারাগঞ্জ) • ভিন্ন জগৎ (গঙ্গাচড়া) - ইহার তথ্যসূত্র ইন্টারনেট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।