বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)
পৃথিবীর আলো দেখার আগেই ফেসবুকে অ্যাকাউন্ট খোলা হয়েছে এলি ও ম্যাট দম্পতির অনাগত সন্তান মারিয়া’র। কিন্তু বেরসিক ফেসবুক কর্তৃপক্ষ এই অ্যাকাউন্টটি বাতিল করে দিয়েছে বলেই খবর পাওয়া গেছে। খবর সিএনএন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এলি ও ম্যাট দম্পতি তাদের অনাগত সন্তান মারিয়া’র পৃথিবীতে আসার সংবাদটি আগেভাগে সবাইকে জানানোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন ফেসবুককে। তাই, ফেসবুকে মারিয়া’র নামে একটি অ্যাকাউন্ট খুলে তাতে আগাম আপডেট করা শুরুও করেছিলেন মারিয়ার বাবা-মা।
সংবাদমাধ্যমটির বরাতে আরো জানা গেছে, জুনের শুরুতেই চালু হওয়া এই অ্যাকাউন্টে মারিয়ার বন্ধু হতে ৩৫০ এরও বেশি অনুরোধ এসেছিলো। বন্ধুবান্ধব ও প্রিয়জনেরা তার ফেসবুকের ওয়ালে নানা রকম মেসেজও দিচ্ছিলো। সে সব মেসেজে বলা হয়েছে, তাকে দেখার জন্য তার আত্মীয়-স্বজন আর অপেক্ষা করতে পারছে না।
এমনকি অনাগত এই সন্তানের পক্ষ থেকে সেইসব মেসেজের উত্তরও আসছিলো! সেসব উত্তরে বলা হয়েছে, সে বিশ্বাসই করতে পারছে না সারা পৃথিবী তাকে জানছে। এ ছাড়াও ফেসবুকের ইন্টারেস্ট বক্সটিতে তার সম্পর্কে দেয়া হয়ছে তার পছন্দের বিষয়গুলোও।
এদিকে, ফেসবুক কর্তৃপক্ষ মারিয়ারর ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি চাউর হতেই এতসব আয়োজন বাতিল করে দিয়েছে ।
উল্লেখ্য, ১৩ বছরের কমবয়সীদের অ্যাকাউন্ট খোলা ফেসবুক সমর্থন করে না।
সুত্রঃ- Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।