আমাদের কথা খুঁজে নিন

   

রিপোস্ট:::জিজ্ঞাসা১: টিভি চ্যানেলে চাকরি করেন এমন কেউ আছেন? কিছু ইনফরমেশন দরকার। জিজ্ঞাসা২: একটা অডিও রেকর্ডার কিনুম। ইনফরমেশন চাই।

নারীবর্জিত জীবন ক্রিকেটের মাঝে খুঁজে ফিরছে অনিয়ন্ত্রিত সুখ পোস্ট ১: টিভি চ্যানেলে চাকরি করেন এমন কেউ আচেন? আমরা একটা ৩০মিনিটের সাপ্তাহিক প্রোগ্রাম বানাইতেছি। প্রতি সপ্তাহে প্রচারিত হবে। আমাদের প্রোগ্রামটা ফিচারধর্মী, মানে সেখানে সাক্ষাৎকার থাকবে, ডকুমেন্টারি থাকবে,এইসব। চ্যানেল আই, এনটিভি, দেশটিভি অথবা আরটিভি এর যেকোন একটি চ্যানেল হলেই হয়। এখন কিছু ইনফরমেশন দরকার: *আমরা যদি আধাঘন্টার চাঙ্ক কিনতে চাই তাইলে কী করতে হবে?চাংকের দাম কীরকম পড়বো? *এ্যাড কি আমাদের ম্যানেজ করতে হবে? যদি আমরাই ম্যানেজ করি তাহলে এ্যাডের টাকা কি আমরা পামু, নাকি চ্যানেল নিবো? * এপ্রোচ করতে হইবো কার কাছে? বিষয়টা জরুরী।

প্লিজ হেল্প করেন। পোস্ট২: আমি একখান অডিও রেকর্ডার কিনতে চাই। দাম কীরকম হইতে পারে? একটা অডিও রেকর্ডারে কী কী ফিচার থাকে? এইডাও জরুরী। কইবার পারলে এক বাক্স বিড়ি। রিপোস্ট করতে ভাল্লাগেনা, তয় কাইলকার পোস্টে কোনো ইনফরমেশন পাইনাই বইলা আবার করতে হইতেচে।

মাইন্ড করলে কিচু করার নাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।