আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন একটি হিন্দু ধর্মের বই নারদ সংহিতা

অযথা ক্যাচাল পছন্দ না, তাই তালগাছবাদীরা দূরে থাকুন ভক্তিযোগ বর্তমান হিন্দু ধর্মে অন্যতম একটি পথ। বর্তমানে মানুষের শরীরে আগের মত শক্তি ও তেজ নাই যার দ্বারা সহজে সাধনা করা যায়। তাই শুধু ভক্তির জোড়েই সাধনা করা হয়। কিন্তু এই ভক্তি কেমন হবে? এটা কি সকালে বিকালে নমোঃ নমঃ বললেই হবে নাকি আরও কিছু?? ভক্তিতে সেরা যদি কারো নাম নিতে হয়,তবে প্রথমেই আসে দেবর্ষি নারদ। ব্রক্ষ্মার পুত্র নারদ এমনিতে কলহপ্রিয় হলেও শুধুমাত্র ভক্তির কারণেই উনি সবার প্রিয়।

সর্বত্র উনার বিরাজতা। দেবর্ষির ভক্তি সম্বন্ধে কিছু বাণী নিয়ে একটি বই নারদ সংহিতা। যদিও এর আকার অনেক ছোট কিন্তু ভক্তির মূল কথাগুলো এখানে অনেক সহজে তুলে ধরা হয়েছে। নিচে কিছু উদাহরণ দিচ্ছি, নারদস্ত্ত তদর্পিতাখিলাচারতা তদ্বিস্মরণে পরমব্যাকুলতেতি। ।

১৯। । অনুবাদ, দেবর্ষি নারদ বলেন, "ঈশ্বরের কাছে সকল কর্ম সমর্পণ এবং মুহুর্ত কালের জন্যেও ঈশ্বর বিস্মরণ হলে অত্যন্ত ব্যাকুল হওয়াকেই ভক্তি বলে"। তদ্বিহীনং জারাণামিব । ।

২৩। । অনুবাদ, ঈশ্বরজ্ঞান ব্যাতীত প্রেমভক্তি ব্যভিচারী প্রেমের সমান। নাস্ত্যেব তস্মিন্‌স্তৎ সুখসুখিত্বম্‌ । ।

২৪। । অনুবাদ, (প্রিয়তমের) এইরুপ ব্যভিচারী প্রেমের সুখে সুখী হওয়া যায় না। এমন ভক্তি নিয়ে অনেক কথার আলোচনা করা হয়েছে এই বই তে। বইটি পিডিএফ আকারে আছে এবং সাইজ মাত্র 212KB।

তাই এখনই সংগ্রহ করুন। আর যাচাই করুন ধর্মে প্রেম ভক্তিকে কিরুপে দেখা হয়েছে আর এখন আমরা তার কি বিকৃতি ঘটাচ্ছি। ডাউনলোড লিংক *** বইটির সকল কৃতিত্ব প্রকাশক ও এর প্রথম প্রচারকের, অনেকদিন আগে পেয়েছিলাম তাই তাদের কোনো লিংক দিতে পারলামনা। হিন্দু ধর্ম নিয়ে একটি সাইট খুলেছি, আশা করি এখানে সকল সংকীর্ণতাকে পিছনে ফেলে ধর্মের মূল তত্বগুলো নিয়ে প্রাণবন্ত আলোচনা হবে। ব্লগ, ফোরাম, পিকচার, ডাউনলোড সেকশন নিয়ে আমাদের সাইট।

হিন্দু ধর্মামতালম্বী ও এই ধর্ম সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য সাদর আমন্ত্রণ রইল, www.hinduismsite.ucoz.com ধন্যবাদ সবাইকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।