আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁসি-ফাঁসি খেলতে গিয়ে...

আমি বাংলার...। রবিবার, 05 জুন 2011 16:28 ঢাকা ডেস্ক :: ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে সত্যিই ফাঁস লেগে লাশ হলো ১০ বছরের শিশু সবুজবাগ ধর্মরাজিক স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র রাকিব। এক ভাই একবোন। ফলবিক্রেতা আমির আলীর আশা ছিল ছেলে বড় হলে সংসারের হাল ধরবে। কিন্তু টেলিভিশনের সিনেমার ফাঁসির দৃশ্যই যেন তার জন্য কাল হলো।

আমার পোলারে আইন্না দেও, মায়ের এমন বিলাপে ভারি হয়ে উঠেছিল এলাকার আশপাশের পরিবেশ। পরিবারের দাবি, সিনেমার দৃশ্য দেখে রাকিব (১০) ও বোন খাদিজা (১৩) ফাঁসি ফাঁসি খেলা খেলতে গিয়েই রাকিবের মৃত্যু হয়েছে। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, রাকিব ও তার বড় বোন খাদিজা গতকাল শনিবার দুপুরে ১৪৪/৩ বাসায় সিলিংফ্যানের সঙ্গে রশি লাগিয়ে কৌতূহলবশত ফাঁসি ফাঁসি খেলা খেলে। খেলার একপর্যায়ে বোনের গলায় না লাগলেও ভাইয়ের গলায় রশি আটকে যায়। বোনের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে পাশের ক্লিনিকে নিয়ে যায়।

কিন্তু কোনো লাভ হয়নি। চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। রাকিব ও খাদিজা ধর্মরাজিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের বাবা আমির আলী আহমদবাগে ফলবিক্রেতা। এলাকাবাসী জানান, রাকিব সারা দিন বাবার ফলের দোকানে বসে থাকত।

একমাত্র ছেলের মৃত্যুতে মায়ের বিলাপে ভারি হয়ে আসে আহমদবাগ এলাকা। এ ঘটনায় সবুজবাগ থানায় আমীর আলী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।