আমাদের কথা খুঁজে নিন

   

বাউল ও বাউলতত্ত্ব নিয়ে বই এর লিস্ট

কিছু বলার সময় হয়নি! বইগুলোর নামঃ ১. বসন্ত্মকুমার পাল: মহাত্মা লালন ফকির। ২. ক্ষিতিমোহন সেন: বাংলার বাউল। ৩. উপেন্দ্রনাথ ভট্টাচার্য: বাংলার বাউল ও বাউল গান। ওরিয়েন্ট বুক কোম্পানী, কলিকাতা। ৪. আহমদ হোসাইন: বাউল-তত্ত্ব।

৫. ইন্দিরা দেবী: বাংলার সাধক বাউল। ৬. আনোয়ারম্নল করীম: বাউল কবি লালন শাহ। ৭. সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: বাংলার বাউল: কাব্য ও দর্শন। ৮. মুহম্মদ আবু তালিব: লালন শাহ ও লালনগীতিকা। ১ম খন্ড।

বাংলা একাডেমী। ৯. মুহম্মদ আবূ তালিব: লালন শাহ ও লালনগীতিকা। ২য় খন্ড। বাংলা একাডেমী। ১০. মুহম্মদ আবূ তালিব: লালন পরিচিতি।

পাকিস্ত্মান পাবলিকেসন্স। ১২. এ.এইচ.এম. ইমামউদ্দীন: বাউল মতবাদ ও ইসলাম। ১৩. খোন্দকার রিয়াজুল হক: লালন শাহের পূণ্যভূমি: হরিশপুর। ১৪. আহমদ শরীফ: বাউলতত্ত্ব। বাংলা একাডেমী ১৫. আবুল আহসান চৌধুরী: কুষ্টিয়ার বাউলসাধক।

১৬. আবুল আহসান চৌধুরী সম্পাদিত: লালন স্মারকগ্রন্থ। বাংলাদেশ জাতীয় গ্রন্থকেন্দ্র। ১৭. সুবোধ চক্রবর্তী: বাঙলার বাউল লালন ফকির। আদিত্য প্রকাশলয়, কলিকাতা। ১৮. খোন্দকার রিয়াজুল হক সম্পাদিত: লালন সাহিত্য ও দর্শন।

মুক্তধারা, ঢাকা ১৯. তুষার চট্ট্রোপাধ্যায় সম্পাদিত: লালন স্মরণিকা। ২০. আনোয়ারম্নল করীম: ফকির লালন শাহ। লালন একাডেমী, কুষ্টিয়া। ২১. অন্নদাশঙ্কর রায়: লালন ও তার গান। শৈব্যা পুস্ত্মকালয়, কলিকাতা।

২২. মনিরউজ্জামান: লালনজীবনী ও সমস্যা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.