আমাদের কথা খুঁজে নিন

   

সিপিডির মন্তব্য ‘টোটালি রাবিশ’ : অর্থমন্ত্রী

অদ্ভুত পৃথিবী জিডিপির প্রবৃদ্ধি নিয়ে সিপিডির (সেন্টার ফর পলিসি ডায়ালগ) মন্তব্য ‘টোটালি রাবিশ’ বলে তা প্রত্যাখ্যান করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলের, এটা অন্যায়, অত্যন্ত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রোববার সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন। উল্লেখ্য, গতকাল শনিবার সিপিডি সরকারের চলতি অর্থবছরের লক্ষমাত্র ৬ দশমিক ৭ শতাংশকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করে। অর্থমন্ত্রী বলেন, জিডিপি প্রবৃদ্ধি নিয়ে পরিসংখ্যান ব্যুরো যে তথ্য উপাত্ত দিয়েছে আমরা সেটাই নিয়েছি।

এর বাইরে অন্য কিছু নেওয়ার সুযোগ আমাদের নেই। সিপিডির তুলে ধরা উপাত্ত সম্পর্কে বলেন, এটা তাদের নিজস্ব ধারণা। অনেকেরই অনেক রকম ধারণা আছে, বিশ্বব্যাংক আইএমএফ একেকরকম তথ্য দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যেই সরকার জিডিপির প্রবৃদ্ধির তথ্য দিচ্ছে সিপিডির এমন মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরা হলে অর্থমন্ত্রী বলেন, এটা ‘টোটালি রাবিশ,’ আমি এটা বিশ্বাস করি না। বরং সিপিডির বক্তব্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

অর্থমন্ত্রী আরও বলেন, বিবিএস-এর গত বছরের পরিসংখ্যান আমার কাছে গ্রহণযোগ্য ছিলো না বলে আমি তা নেইনি। তবে এবার বিবিএস-এর পরিসংখ্যানই সঠিক এবং তাই আমরা সেটা নিচ্ছি। এর আগে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি অর্থমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। এছাড়াও ঢাকায় ইউএনপিপির অবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার-এর সঙ্গে সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সহযোগিতা চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।