আমাদের কথা খুঁজে নিন

   

তবু আমি ভলো আছি ভীষণ রকম

কার্ণিশ ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে রাতের আকাশের যেটুকু অংশ দেখা যায়, অইটাই আমার পৃথিবী। একেবারে আড়ম্বরতাহীন, মিথ্যে করে হলেও ঢের বেশি করে বলতে ইচ্ছে করছে; আমি এবং আমার আক্রান্ত সময়েরা ভালো আছে। আমি পরাক্রান্ত। আমার আক্রান্ত সময় আমি ভালো নেই। ভালো না থাকার গল্প আর কত শুনানো যায় ? এক গল্প কত আর শুনতে চাই নিজেরই ঘেন্না লেগে গেছে, নিজেই বিরক্ত একেবারে আনকোরা কিছু বলা উচিত যদি তাতে একটু আনন্দ দিতে পারি নিজেও যদি একটু পাই (মিথ্যে করে হলেও) । সময়ের অসম ব্যবহার, হাত নিশপিশ, দৃষ্টি আকুলি-বিকুলি এইসব ব্যক্তিগত অবক্ষয় মৃত্যুর শরীরে লেপ্টে থাকা যে জীবন খড়কুটু ঘাস ফড়িং হীম হাওয়ার এইসব ব্যক্তিগত আক্ষেপ সেই একই কাহিনী কত আর আওড়ানো যায় ! আমি একেবারে নূতন কিছু শুনাতে চাচ্ছি একদম নূতন আমি আক্রান্ত সময়ের মধ্য দিয়ে হেঁটে যাচিছ তবু আমি ভলো আছি ভীষণ রকম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।