আমাদের কথা খুঁজে নিন

   

টেকি ভাইয়েরা সাহায্য চাই

হঠাৎ করে আমার ল্যাপটপে উইন্ডোজ স্টার্ট হয় না। আইডিবি নিয়ে গেলাম যাদের কাছ থেকে কিনিছি তাদের কাছে। দুই দিন রাখার পর তারা আমাকে জানাল আমার হার্ডডিস্ক নষ্ট হয়ে গেছে। নতুন হার্ডডিস্ক কিনতে হবে। তাদের একজন আমাকে পরামর্শ দিল নতুন হার্ডডিস্ক ও পোর্টেবল কেসিং কেনার জন্য, যাতে আমি আমার নষ্ট হয়ে যাওয়া হার্ডডিস্কের ডাটা রিকভারি করতে পারি।

যাই হোক তাদের কথা মত আমি নতুন ৫০০ জিবি হার্ডডিস্ক ও একটা পোর্টেবল কেসিং কিনি। তাদের দেওয়ার ১ ঘন্টার মধ্যে তারা আমাকে ল্যাপটপ ঠিক করে দিল এবং বলল বাসায় যেয়ে পুরাতন হার্ডডিস্ক এর ডাটা রিকভারি করার জন্য। কিন্তু বিভিধাম, হার্ডডিস্ক লাগালে autoplay হতে হতে সময় নেয় ১০ মিনিট, তারপর আবার কোন ড্রাইভে থেকে কোন কিছু কপি করতে গেলে ল্যাপি হ্যাং করে। ঐ পুরাতন হার্ডডিস্ক টাতে আমার অনেক ডাটা এবং জীবনের অনেক মূল্যবান মূহূর্তের ছবি আছে, আরও অনেক কিছু। আমি কি তাহলে আমার সব হারাতে বসলাম???? প্লিজ টেকি ভাইয়েরা দয়া করে কোন উপায় বলে আমাকে এ যাত্রায় রক্ষা করুণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.