আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নকুটিরের ডায়রি - শীর্ণতা

সেদিন যখন তোমাকে খুব দেখতে ইচ্ছে হয়েছিল, আমি নদীর কাছে গিয়েছিলাম । তোমার আমার দূরত্ব এই নদীর দৈর্ঘ্যের দূরত্ব হলে হয়ত তোমাকে ছুঁয়ে দিতাম। তোমাকে সেদিন বড্ড ছুঁতে ইচ্ছে হয়েছিল । আমি একাকী, নীরবে, নিভৃতে তোমাকে এঁকেছিলাম। আমার টেবিল, ক্যানভাস, ট্রে হয়তোবা নানা রঙে ভরা ।

আমি শুধু তোমার স্কেচ করেছিলাম। কারণ আমি যে অন্ধ, আমি যে তোমাকে আমার রংধনুতে ছড়াতে পারিনা । চাওয়া ও পাওয়ার হিসাবে তোমার চারপাশে আমি কত কিছুই পারিনা । কিন্তু এ ও সত্য আমি তোমাকে ভালবাসতে পারি । নীলাকাশে ঘুড়ি হয়ে উড়তে পারি, যখন খুশি বুকাট্টা হয়ে যেথায় খুশি হারাতে পারি ।

নদীর তীরে বসে নদীর বুকে ঢিল ছুঁড়তে পারি । সাদা কাগজ হাজারো আঁকিবুঁকি দিয়ে তোমায় এঁকেছি বলে আনন্দে কাঁদতে পারি । (পারিনা’র হিসাবে পারি তাই কি বেশি নয় !!!!) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.