আমাদের কথা খুঁজে নিন

   

অ্যান্টি-নলেজ ডিসকোর্স

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ সত্যের অনেকগুলো রূপ। তবে সত্যানুরাগীরা তাদের পথটিকেই একমাত্র সত্য বলে বিশ্বাস করতে ভালোবাসে। আর বিজ্ঞান তো এই সত্যের দৌড়ে অনেকখানি পিছিয়ে। অপরপক্ষকে আমাদের ভুল ভাবতে হয় না। এই দুঃসাহসের অপর নাম অন্ধত্ব।

যা জানি না তা অস্বীকার করার মতো দুঃখজনক অন্ধত্ব। সত্যের একরূপে প্যারাসিটামলেই সেরে যায় জ্বর, অন্যরূপে মাতৃছায়ায়, আরো অন্যরূপে হোমিওপ্যাথি বা স্বাভাবিক অনাচিকিতসায়। সবারই জ্বর সারে। জ্ঞানকে সংজ্ঞায়িত করার দুঃসাহসও বিজ্ঞান দেখিয়েছে। অথচ এককালে গ্রামীণ সভ্যতা পুকুরের পানি খেয়ে বেড়ে উঠেছে ডায়রিয়ায়।

বিজ্ঞানের আশির্বাদে ঘরে নলকূপ এলো। নলকূপে করে এলো আর্সেনিক। এতোদিনে পুকুরে ব্যাংক-লোনে জর্জরিত পাঁচতলা দালান। আমি তবে কার কাছে পানি চাইবো? সত্যের অনেক রূপ। বহরূপী কার্বনের চেয়েও বেশি।

আর এই শুষ্ক বিজ্ঞানমনস্ক জ্ঞানে আমরা দিনদিন জ্ঞানহীন হয়ে যাচ্ছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।