আমাদের কথা খুঁজে নিন

   

মা তুই কেমন আছিস? কত দিন দেখিনা তোরে তুই কি জানিস তোর কথা মনে পড়ে

আমি সেই নক্ষত্রের অপেক্ষায় থাকব চিরকাল মা তুই কেমন আছিস? কত দিন দেখিনা তোরে তুই কি জানিস তোর কথা মনে পড়ে সোনা মা প্রিয় মা শুধু মা লক্ষ্মী মা মা আমার প্রিয় মা তুই কি জানিস তোর কথা মনে পড়ে পরানে কান্না ঝরে মা তুই কেমন আছিস? কত দিন দেখিনা তোরে তোর কথা মনে পড়ে মনে পড়ে তোর ভালবাসা আচলে লুকানো দিন শীতের পায়েস;ভোরের শিশির মনে পড়ে কত কথা মা আরো কত কথা তোর ছবি ভাসে ওরে সোনা মা যদি পারিস ক্ষমা করে দিস আমি এলে একটি চুমু দিস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।