আমাদের কথা খুঁজে নিন

   

চাদ মামা পদ্য

আমার আগের হেডিং টা সরাই দিছি চাদ মামা --------- আয়া আয় চাদ মামা টিপ দিয়ে যা, চাদ মামা বলে উঠে টিপ দেবো না। খেয়ে দেয়ে কাজ নেই টিপ দেবো ক্যান? আকাশেতে ঝুলেঝুলে মহা হয়রান। যদি তুই হতি একা, তাও ছিলো এককথা তানাগো তোর মতো দেশ ভরা হতভাগা। সারাদিন একই বুলি এই দাও, ওই দাও - চাদ মামা কইরে? ওরে বাবা, ছেড়ে দেরে, চাদ মামা নেইরে। এই বলে চাদ মামা, করলো যে প্রস্হান, মেঘ ভরা আকাশেতে সব কিছু শুনশান। বাংগালি শুয়ে ছিলো জেগে উঠে লাফিয়ে উঠে দেখে চাদ মামা চলে গেছে হারিয়ে। গেলে যাক চাদ ব্যাটা, ভেবেছে কি নিজেকে? মাসে মাসে প্রতিবার যাবে শুধু একে বেকে। আছে মোর তারা মিয়া, আছে মোর রবি না পারিলে সবশেষে আছে গন্ডা কবি। কবিদের কবিতায় আছে চাদ ভুরি ভুরি তাই বলি বাবা চাদ করো তুমি লুকোচুরি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।