আমাদের কথা খুঁজে নিন

   

এল এল রে রমযান

বছর ঘুরে এল আজ এল রমযান রমযান মানে ত্যাগ তিতিক্ষা আর সংযম রমজানের চাঁদ দেখে থাকি আমারা রোজা নিয়ত করি একটি রোজা হই না যেন ক্বাযা রাতের শেষে শুরু হই সাহরি খাবার ধুম চারিদিকে এত ডাকে তবু ভাঙ্গেনা ঘুম ঘুমের ঘোরে সাহরি খেয়ে পড়তে যাই নামায রমজানেরই শেষ রাতে মুখরিত সমাজ রোজার দিনে পড়তে গেলে পাই সুধু ঘুম বিকাল হলে শুরু হই ইফতারি বানানোর ধুম গরিব দুঃখী বিভেদ ভুলে সবাই আমারা ইফতারিতে থাকি তারাবির নামাযে ছোটরা দেই সুধু ফাঁকি রমযানের রোজার মাঝে শেখার কিছু আছে গরিব দুখীর সাথে আমারা থাকি যেন বেঁচে রোজার দিনে বিভেদ ভুলে হাতে রাখি হাত গরিব দুখীর সাথে আমারা রাখব কাঁধে কাঁধ রমযানেরই রোজার শেষে আসবে খুশির ঈদ নতুন নতুন কাপড় পড়ে গাইব খুশির গীত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।