আমাদের কথা খুঁজে নিন

   

শুক্কুরবারের বিশেষ উপহার (সকল সিম্ফোনি symphony হ্যান্ডসেটের পি সি স্যুট)

ব্লগার ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভাল আছেন। প্রথমেই বলে নেই যে যারা Symphony হ্যান্ডসেট ব্যাবহার করেন তাদের জন্য উপকারী। আমি ব্লগে নিয়মিত পাঠক কিন্তু আমি এত ভাল ভাল টিউন এখানে দেখিযে নিজেকে টিউন করার মত উপযুক্ত মনে হয় না। সে যাই হোক কয়েকদিন আগে আমি খুব হন্যে হয়ে আমার সিম্ফোনি D70 হ্যান্ডসেটের জন্য একটা পিসি স্যুট খুজছিলাম কারন আমার কিছু এস এম এস পিসিতে ব্যাকআপ করা দরকার ছিল এবং ইন্টারনেট ঘেটে তন্ন তন্ন করে খুজেও তখন সেটা পাইনি কিছুদিন পর দেখি এক ভাই সিম্ফোনি D70 সেটের জন্য পিসি স্যুট চেয়ে টেকটিউনসে হেল্প চেয়েছেন কিন্তু সেরকম কোনো সাড়া দেখিনি। তারপর এটা পাবার আশা যখন ছেড়েই দিয়েছি ঠিক তখনি একটা সুপার পিসি স্যুট পেয়ে গেলাম যা সকল সিম্ফোনি হ্যান্ডসেটের জন্য কাজ করে(যদিও আমি এ পর্যন্ত D70,FT30,S90 এ তিনটি মডেলে কাজ করেছি এবং কোনো সমস্যার সম্মুখীন হইনি)।

তাই বিশ্বাস করি অন্য হ্যান্ডসেট গুলোর ক্ষেত্রেও এটা কাজ করবে। আসুন দেখি এটা দিয়ে কি কি কাজ করা যায়ঃ ১. হ্যান্ডসেটের তথ্য ব্যাকআপ এবং রিষ্টোর করতে পারবেন ২. হ্যান্ডসেটকে ডায়ালআপ মোডেম হিসেবে ব্যাবহার করতে পারবেন ৩. কন্টাকনাম্বার ব্যাকআপ করতে পারবেন ৪. মেসেজ ব্যাকআপ করতে পারবেন ৫. মোবাইলের এলার্ম কখন দিয়েছেন সেটা চেক করতে এবং পরিবর্তন করতে পারবেন। নিচের লিঙ্ক থেকে সফটওয়ারটা ডাওনলোড দিয়ে জিপ ফোল্ডারটা খুলে setup.exe ফাইলটা ডাবলক্লিক করে ইন্সটল করুন। Click This Link ইন্সটল কম্পলিট করে মোবাইলটা ডাটা কেবল দিয়ে কম্পিঊটারে সংযুক্ত করে মোবাইল থেকে com port সিলেক্ট করুন। প্রথমবার ড্রাইভার সেটআপ হয় তাই হয়তো খানিক সময় নিবে কিন্তু এরপর থেকে মোবাইল কানেক্ট করে com port সিলেক্ট করে সফটওয়্যারটা চালু করলেই মোবাইল কানেক্টেড দেখাবে।

আমি ব্লগে লিখার ক্ষেত্রে নতুন তাই কোন রকম ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।