আমাদের কথা খুঁজে নিন

   

অজানা অধ্যায়

আজ ২জুন সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় আমাদের পাশের ফ্লাটের ফারুক ভাই আমদের রুমে এসে তাঁর সাথে যেতে বলে আমরা যাই সে যাহা আমাদেরকে বলল তার কোন ভিত্তিনাই । বুঝতে পারলাম না তার এই আচারন সে এক পরজায়ে আমদেরকে লানচিত করে বসল । অবাগ বিশ্বয়ে তাহার এই নিষ্টুর আচারন নীরবে সয্য করলাম কারন আমরা অসহায়। সে নিজেকে আজরাইল বলে দাবি করে তাই আমরা কোন কথা না বলে তাঁর কাছ থেকে চলে আসি। আমরা জানতে পারলাম না আমাদের অপরাদ কি? মানুষ যদির তাঁর আত্ম সন্মান বিসর্জন দেয় তাহলে তাঁর থেকে দুরে থাকাই ভাল তাঁই আমরা কোন প্রতিবাদ না করে চলে যাবো অন্য কোথাও ।

আর যাই হোক একজন অমানুষের পাশে বাস করা যায়না। প্রকৃতির এই বৈচিত্র ময় মানুষ গুলো যে কতো রুপ ধারন করতে পারে তাহা হয়তো আমার জানা নাই তাঁই আমি সান্তপ্রিয় মনোরম পরিবেশের মাঝে থাকতে চাই যেখানে থাকবেনা কোন কোলাহল । আমি দোওয়া করি সে জেন নিজেকে একজন মানুষ হিসাবে জানেত ও বুঝতে পারে। এক দিন তাঁর ভুল গুলো সে নিজেই বুঝতে পারবে। আমি দোওয়া করি সে জেন ভাল ও আলোর পথে আসে এই কামনাই করি।

অজানা অধ্যায় হযতো একদিন সে নিজেই জানতে পারবে আসল বিষয়টা কি । মনের মাঝে সকৃন্যতা নিয়ে আর যায় হোক এক সাথে বসবাস করা যায় না তাই চলে যাচ্ছি অন্য কোথাও ভাল থাকবেন। এই কামনাই ধ্রুব............................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।