আমাদের কথা খুঁজে নিন

   

পাপাত্মায় শুদ্ধতার গান

পাপ না করলে; পাপবোধ কারো হয়না পাপবোধ ছাড়া যে; শুদ্ধতা চেনা যায়না পাপবোধ কারো হয়না; পাপ না করলে শুদ্ধতা চেনা যায়না; পাপবোধ ছাড়া যে শুদ্ধ হতে তাই; পাপী আগে হওয়া চাই পাপী আগে হওয়া চাই; শুদ্ধ হতে তাই পাপ, পাপ, খালি পাপ; পাপে পাপারণ্য অবশেষে পাপবোধ জাগলেই তব ধন্য... পাপ যত করেছি অপরাধ বেড়েছে অসুস্থ তাড়না সবই গিলে খেয়েছে তবু পাপ করে যাই; হতে পাপীশ্বর পাপ দেখে টলমল; শয়তানের ঘর পাপ, পাপ, খালি পাপ; পাপে পাপারণ্য অবশেষে পাপবোধ জাগলেই তব ধন্য... পাপী আগে হওয়া চাই; শুদ্ধ হতে তাই শুদ্ধ হতে তাই; পাপী আগে হওয়া চাই শুদ্ধতা চেনা যায়না; পাপবোধ ছাড়া যে পাপবোধ কারো হয়না; পাপ না করলে পাপবোধ ছাড়া যে; শুদ্ধতা চেনা যায়না পাপ না করলে; পাপবোধ কারো হয়না অস্থিরতাই স্থির করে দেয়; স্থির করে দেয় অস্থিরতাই... স্থির করে দেয় অস্থিরতাই; অস্থিরতাই স্থির করে দেয়... অস্থিরতাই স্থির করে দেয়; স্থির করে দেয় অস্থিরতাই... স্থির করে দেয় অস্থিরতাই; অস্থিরতাই স্থির করে দেয়... অস্থিরতাই স্থির করে দেয়; স্থির করে দেয় অস্থিরতাই... (বি : দ্র: ‘এ ধরায় শুধু কবিরাই নবীর ‘ফিলিংস’ লইতে পারে’ -এটাও সদ্য আগত এক ওহী; যা এসেছে জনৈক কবিরই কাছে)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.