আমাদের কথা খুঁজে নিন

   

নাইজেরিয়ার কাছে হেরে গেল আর্জেন্টিনা!!!

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ ৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে আর্জেন্টিনা। আসবেন লিওনেল মেসিও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন মেসি-তেভেজরা। সেদিন কী হবে কে বলতে পারে, তবে পরশু মেসিবিহীন আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারিয়ে নিজেদের ফুটবলে নতুন ইতিহাস গড়েছে নাইজেরিয়া।

প্রীতি কিংবা প্রতিযোগিতামূলক ম্যাচ—সব মিলিয়েই আর্জেন্টিনাকে এই প্রথম হারিয়েছে নাইজেরিয়া। এর আগে আর্জেন্টিনার বিপক্ষে আফ্রিকার ‘সুপার ইগল’দের সেরা সাফল্য ছিল গোলশূন্য ড্র। ওটা ছিল ১৯৯৫ সালে কিং ফাহাদ কাপে (বর্তমানে ফিফা কনফেডারেশন কাপ)। তবে পরশুর ব্যাপারটি ছিল ভিন্ন। আবুজায় মেসি-তেভেজ-মাচেরানোবিহীন আর্জেন্টিনার ওপর শুরু থেকেই চেপে বসে স্বাগতিক নাইজেরিয়া।

দ্বিতীয় সারির আর্জেন্টিনা দল সেই চাপ সামলে উঠতে পারেনি। প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে তারা। একসময় ব্যবধান হয় ৪-০। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মাওরো বোসেল্লি (৪-১)। নাইজেরিয়া ম্যাচে নিয়ন্ত্রণ নেয় রিয়াল জারাগোজার স্ট্রাইকার ইকেচুকু উচের জোড়া গোলে।

দারুণ ফর্মে থাকা উচে ১০ মিনিটেই এগিয়ে দেন নাইজেরিয়াকে। দ্বিতীয় গোলটি করেন ৩৯ মিনিটে। এর আগেই অবশ্য ব্যবধান ২-০ করেন এনসোফোর। ইমানুয়েল এমেনিকে নাইজেরিয়ার হয়ে তাঁর প্রথম গোলটি করেছেন ৫৩ মিনিটে। আগামী পরশু ইথিওপিয়ার বিপক্ষে আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বের ম্যাচে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে পাওয়া আত্মবিশ্বাস খুব কাজে লাগবে বলে মনে করেন উচে।

নাইজেরিয়ার কোচ স্যামসন সিয়াসিয়া মনে করেন, আর্জেন্টিনার দ্বিতীয় সারির দলকে হারানোও কম কৃতিত্বের নয়! আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি হুলিও গ্রন্ডোনা পরাজয়টা মানতে পারছেন না, খেপেছেন কোচ সার্জিও বাতিস্তার ওপর, ‘এ ম্যাচগুলো টাকা কামানোর জন্য নয়। প্রস্তুতির জন্য বাতিস্তাই এগুলো চেয়েছিল। তাই বলে জাতীয় দলের মানসম্মান এভাবে ধুলোয় মেশাতে পারে না সে। নাইজেরিয়ার সেরা দলের সঙ্গে এমন খেলা কাম্য নয়। ’ এএফপি, ওয়েবসাইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।