আমাদের কথা খুঁজে নিন

   

আমার আদর দুধে তার কোন চুমু নেই।

মানুষ বালিকার চোখে লুকোচুরি গুড়ো খেলা করে অন্ধকার ঢেকে দিতে আদরের চূড়া বেয়ে নেমে পড়া চোখে ঢুকে পড়ে হেঁটে চলা পাদদেশ চলে যায় সে আপন মনে তার যেনো নিজস্ব প্রজাতি রোগ আছে আমার আদর দুধে তার কোন চুমু নেই। আলোর কণিকা তাকে ঘিরে খেলে যায় দু'চারটে অন্ধকার গুড়ো বালিকার চোখে লেপে বসা বুকে উদ্ধত নিঃশ্বাস নেই শালিকের চেয়ে বেশি পোষ মানা, অনেক সমুদ্র ডোবা শব্দ ফুটে তার ঠোঁটে দু'ঠোঁট চুটিয়ে শোনাত পরম বোধ শব্দে শব্দে উজ্জ্বল উচ্ছ্বাস সমস্ত আড্ডায় এটে যেতো। পাকা কলা তার জন্যে বড়ই লোভের এজমার আক্রামণে পাকা কলা থেকে দূরে থাকি বালিকা শালিক ভিন্ন আড্ডায় এঁটেছে স্বপ্ন স্বীয় খাচা শূ্ন্য, শালিকটি ভালো থাক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।