আমাদের কথা খুঁজে নিন

   

অন্য কিছুর আলামত না কি কিয়ামতের আলামত

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। আমাদের দেশের আলেম উলামারা কিয়ামতের অনেক আলামতের কথা বলে থাকেন। ইদানিং ব্লগেও কিছু কিছু লেখকের লেখায় বিষয়টি উত্থাপিত হচ্ছে। কিছু দিন আগে “'মুক্তমনা”' থেকে কপি-পেস্ট করে ৬০ প্রশ্ন জিজ্ঞেশ করেছিল একজন। আমাদের প্রশ্ন হচ্ছে, কিয়ামতের আলামতগুলি কি খালি আমাদের এই দেশেই প্রকাশিত হবে, না অন্য দেশগুলোতেও প্রকাশিত হবে? অনেক কাল ধরেই শুনে আসতেছি, কেয়ামতের একটা আলামত হল মেয়েরা ছেলেদের পোষাক পরবে, আর ছেলেরা পরবে মেয়েদের পোষাক।

এখন পশ্চিমা দুনিয়ায় তো বটেই, আরব মুল্লুকেও শার্ট-প্যান্ট পরে থাকে মেয়েরা। সে তুলনায় আমাদের দেশের মেয়েরা এখন অবধি অমন পোষাক গণহারে পরছে না। আরব দেশগুলোতে দেখা যায়, এদের মেয়েরা মাথায় কাপড় দেয় ঠিকই, কিন্তু টাইট টি-শার্ট পরে, যাতে তাদের উন্নত বক্ষটি প্রকটভাবে দেখা যায় , বোঝা যায়। তারা এমন ধরনের প্যান্ট পরিধান করে যাতে করে তাদের কোমরের নীচে যা যা আছে তা ভালোভাবেই দৃষ্টি গোচর হয় সবার। অন্য যে কেউ যেন বুঝতে পারে যে এই মেয়েটির পশ্চাৎদেশ অতীব উন্নত ।

কিন্তু মাথায় হেজাব পরা থাকবে এদের । কেউ কেউ আবার এমন জামা পরে, তা মেয়েদের জন্য তৈরি, কিন্তু সামনের দিকে এমন ভাবে কাটা থাকে যে উন্নত বক্ষের খাঁজটি সুস্পষ্ট হয়ে ওঠে । তা হলে এইটা কি কেয়ামতের আলামত হিসাবে গণ্য হবে ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.