আমাদের কথা খুঁজে নিন

   

আমি চাটগাঁইয়া

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself. “আম্মু, দেখো, নতুন পেন্সিল দোনোটাই ভেংগে গেসে। ” -দোনোটা??? এটা কোত্থেকে শিখলে? “হি হি হি, মানে দুইটা, আর কি। ” সাড়ে তিনবছর আমার ছোটমেয়ের, কথাবার্তায় এখনও আহ্লাদি ভাব। কিছুদিন থেকে লক্ষ্য করছি সে আষ্ট-বার, দোনোটা, কিংবা “আমি তোমাকে দিসিলাম যে, সেইটা…” এরকম কথা বলছে। চিটাগাং এ থিতু হবার পর থেকে আমার ধারণা স্কুলের অন্য বাচ্চাদের প্রভাব পড়ছে ওর কথায়।

তাই থেকে মনে হলো আজকে আমাদের চাটগাঁইয়া ভাষা নিয়ে লিখি। কথাবার্তায় টান ছাড়াও কিছু টার্ম শুনলেই কিন্তু বুঝে ফেলি এইলোকটা আমার দেশি-লোক আমি যখন প্রথম রোকেয়া হলে থাকতে গেলাম, আমার রুম-মেট আমার এবং আমার বোনের কথা শুনেই বলে “তোমরা চট্টগ্রাম থেকে এসেছ?” আমাদের কথাবার্তায় নাকি “টান” আছে। ইউনি তে কোনও এক প্রেজেন্টেশন দেওয়ার সময় আমার ক্লাসের এক ছেলে বল্লো, “শাফ্‌ক্বাত তুই চাটগাঁইয়া টানে ইংরেজি বলিস। ” আমার তখন মনে হলো ভাগ্যিস, ইংরেজী টানে চাটগাঁইয়া বলিনা!! আত্মীয়স্বজন তো তাহলে আমাকে বাঁচতে দেবেনা!! চাটগাঁইয়া হওয়ার দরূণ কোন কথাগুলো না-বলে আরাম পাইনাঃ -- ওবুক!! (আশ্চর্য কিংবা শক্ড হওয়ার পর বলি) -- আমি তো গোডা দ-রো!! (আমি তো পুরাই শক্ত হয়ে গেলাম!! ভয় পেলে বলি) -- মারেম্মা!! (অতি উচ্ছ্বাসে অথবা বিরক্ত হলে বলি) -- দুরো বাই!! (ধেত্ ভাই…) -- বাইজ্জা-খ্বল!! (কপালে বাড়ি) ঢাকায় থাকাকালীন এইসব শুনার সৌভাগ্য বেশি হয়নি। কদাচিৎ রাস্তাঘাটে কাউকে বলতে শুনলে হা-করে তাকিয়ে দেখতাম, আহা, এই মানুষটা আমার মত করে বলে!!! মাঝে মাঝে ঢাকা-চট্টগ্রাম জার্নির সময় সহযাত্রীদের বলাবলি করতে শুনতাম, পুরা ফ্লুয়েন্ট চাটগাঁইয়া কথা...নিজেকে তখন খুব "এট-হোম" মনে হতো, হে হে হে এখন তো থাকছিঈ নিজের শহরে, নিজের মানুষদের মাঝে, নিজের মত সবার মাঝে।

আবেগের চোটে তাই এরকম একটা পোস্ট-ই দিয়ে দিলাম। সুইট হোম বলে কথা!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।