আমাদের কথা খুঁজে নিন

   

সফল চিকিৎসক হিসেবে সরকার, ব্যর্থ রোগী হিসেবে বিরোধী দল

ক্লান্ত পথিক View this link দুই দিন আগে সরকারের চিকিৎসক ভাবমূর্তির একখানা চিত্র তুলিয়া ধরিয়াছিলাম, যাহা View this link এ ক্লিক করিলে জানা যাইবে। উল্ল্যেখ করা যদিও বাহুল্যতা তবু লিখিতে শরম নাই সেই কল্পিত চিত্রে আর্তের ভূমিকার বিরোধী দলের পোক্ত অবস্থান ছিল। শুধু আর্ত বলিলে আর্ত শব্দটির শব্দার্থের ব্যাপ্তির কাছে অনেকেই স্বাদু জলের মীনের ন্যায় খাবি খাইতে পারেন। তাই খোলাসা করিয়া বলাটাই শ্রেয়। যৌবনের তাগড়া উম্মাদনার খপ্পরে পড়িয়া অনেক যুবা যেমনি করিয়া যৌবনের রস হারাইয়া ফেলে তেমনি করিয়া বিরোধী দল তাহাদের যৌবনের শেষ প্রান্তে চলিয়া আসিয়াছিল।

আমার আগের লেখায় আমি বর্ণনা করিয়াছিলাম কী ভেলকিবাজি দেখাইয়া সরকার চিকিৎসকের বেশে বিরোধী দলের এহেন ঝিমানি রোগের পথ্য প্রদান করিয়াছিল। 'তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল'-এ্রইরুপ পথ্যের কার্যকারিতা আমি বলিয়াছিলাম সময়ের সহিত গুনোত্তর ধারাপাতে বর্ধিত হইবে। বাস্তবিক তাহাই ঘটিয়াছে। বিরোধী দল তাহার অধুনালুপ্ত যৌবনের উম্মাদনা পুনরায় ফিরিয়া পাইতেছে। ইহা প্রমান করিবার নিমিত্তে আগামী রোববার হরতাল আহবান করিয়াছে ।

আমাদের সম্মুখে যাহাই ঘটে তাহাই আমরা সত্য বলিয়া ধরিয়া লই। তাহার পরেও কেমন জানি খটকা লাগিতেছে, হস্তাঙ্গুলি ফড়কাইতেছে। বুঝিতে পারিতেছি না ইহাতে কি রোগী সফল হইল অথবা চিকিৎসক ব্যর্থ হইল নাকি চিকিৎসক সফল হইল, রোগী ব্যর্থ হইল ? ইহার বিচারকার্যের গুরুভার সময়ের কাছে সমর্পন করিলে অতি সহজেই একখানা অনির্দিষ্ট উপসংহারের যবনিকা অংকন করা যায়। তদ্যপি এই অভাজনের নিকট কেন জানি মনে হইতেছে চিকিৎসক এবং রোগী দুই পক্ষই সফলতার জয়মাল্য গর্দানে চড়াইয়াছেন, আর যাহাদের আমি আগের লেখায় 'গোপাল দর্শক' বলিয়া কটাক্ষ করিয়াছিলাম তাহারাই কেবল ব্যর্থতার কালিমা সফলতার সহিত মুখমন্ডলে লেপন করিয়া যাইতেছে। সরকার, বিরোধী দল এবং জনগনের এইরুপ মাদারির খেল কিন্তু মন্দ জমিতেছে না ! কোন চতূর্থপক্ষ ইহাতে অবশ্যই পুলক অনুভব করিতেছে এবং এই মাদারির খেল তাহারাই নিয়ন্ত্রন করিতেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।