আমাদের কথা খুঁজে নিন

   

।। আর কোনও ব্যাকরণ নেই ।।

বাঙলা কবিতা .............. তোমাকে পাঠাবো এমন কোনও সংবাদ নেই আমার আমবাগান ফেটে-পড়া মুকুল আবারও ধ্বসে পড়ছে অতিরোদ, চোরাকুয়াশা এবং অকাল বৃষ্টিতে; বেয়াড়া ভাদাল ঘাসে উপচে পড়ছে ফসলের ক্ষেত; টানা তিন বছর বৃষ্টি হচ্ছে, অঝোর, অলৌকিক; কানাঘুঁষা আর ফিসফাস এর বাইরে কিছুই পারছে না আবহাওয়া দফতর; শরীর ফুলিয়ে গান গেয়ে ওঠা উজ্জ্বল পালকের পাখিরা বিবর্ণ, ক্লিশে, পালকগুলো খসে পড়তে পড়তে এখন অপাখি; কুকুর মরে পচে গলে যাচ্ছে কচুরিপানা-ভরা ডোবার কিনারায় তোমাকে পাঠাবো এমন কোনও সংবাদ নেই আমার কোথায় তুমি? তথ্যপূর্ণবাক্যের বদলে বারবার এই একটি প্রশ্ন রচনা করা ভিন্ন আর কোনও ব্যাকরণ নেই আমার ..............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।