আমাদের কথা খুঁজে নিন

   

রাব কে দিয়ে এবার ঈদুর মারার অভিযান চালানো হোক...কারন ওদের প্রতি মানুষের আস্থা আর নেই...ওদেরকে ঐ কাজেই মানায়...

একটি মজার তথ্য পেলাম আর আর উপরোক্ত বিষয়টি মাথায় এলো.... কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ বলেছেন, এক বছরেই প্রায় ৫০০ কোটি টাকার ধান ও গম ইঁদুরের কারণে নষ্ট হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সাধনা হালদারে প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। কৃষিমন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থবছরের ৪৮১ কোটি ৫০ লাখ টাকার কৃষিপণ্য ইঁদুরের কারণে নষ্ট হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৩৭ কোটি ৫০ লাখ টাকার ধান ও ৪৪ কোটি টাকার গম.... যুক্তি খন্ডন.. লিমনকে নিয়ে রাব এবং সরকার এমন ভাবে উঠে পড়ে লেগেছিলো এবং এখনো চলছে যেন জগাখিচুড়ি অবস্থা...একটি সত্য ঢাকতে ১০০০ টি মিথ্যার জন্ম দিচ্ছে...লিমনযে রাবের চরম ভুল ও অদক্ষতার পরিনাম তা আর কারো বুঝতে বাকি নেই...কোথায় যেনো পড়লাম সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন ," লিমন কে নিয়ে আর একটি কথাও নয়.." যাইহোক অবশেষে সরকারের বোধদয় হলো... জাতীয় সংসদের এমন সংবাদটি পড়ে আমার অনেক হাসি পাচ্ছিলো আর মনে হলো এ কাজে রাবকে দায়িত্মব দেয়া যায়...মনে হলো মানুষ আর রাবকে আগের মত ভয় পায় না, সন্মানও করে না..উল্টো রাগান্বিত ভাবে তাকায়...তাই তাদের কে বসিয়ে না রেখে ঈদুর মারার কাজে নিয়োজিত করা হোক..এত দেশের কোটি কোটি টাকা বেচে যাবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।