আমাদের কথা খুঁজে নিন

   

আজিমপুর/কাটাবন/সেগুন বাগিচা এলাকায় কি কুনো ছাত্রী হোস্টেল আছে? থাকলে ইট্টু ডিটেইলস জানান।

নারীবর্জিত জীবন ক্রিকেটের মাঝে খুঁজে ফিরছে অনিয়ন্ত্রিত সুখ আমার এক রিলেটিভ ঢাকায় আসতেচে কোচিং করার লাইগা। অর বড় বইন ঢাবিতে পড়ে, দুই বইন একলগে হোস্টেলে থাকবো। বাসা থিকা আমারে দায়িত্ব দিচে আমি জানি অগো হোস্টেল ম্যানেজ কইরা দেই। এইডা একখান কথা অইল! ছাত্রী হোস্টেল কনে আচে আমি কেমনে জানুম; আমি কি এইসব লইয়া থাকি নাকি? ফার্মগেটের ঐদিকে হোস্টেল আছে ম্যালা তা জানি, মাগার অগো বাড়ি থিকা আবার আলাদা রিকমন্ডেশন আচে : আজিমপুর, কাটাবন নাইলে সেগুন বাগিচা এলাকায় হইতে হইবো যাতে বড় বইনের ভার্সিটিতে যাইতে সমস্যা না হয়, কারণ হইল বড় বইনে এমনিতেই মৈত্রী হলে থাকত, ছোট বইনের জইন্যে অহন হোস্টেলে উঠবো। ঐ মাইয়া এতদিন হলে থাইকাও ক্যান আশপাশে কুনো হোস্টেল আছে নাকি জানেনা ক্যান, ভাইবা বিরক্তি হইচি। কিন্তু বাসায় আব্বা-আম্মার জইন্যে কিছু কইবার পারতেচিনা। আমার মা-বাপ ভালাই আজাইরা আচে। ভাইজান-বুবুজানেরা, কেউ এই ব্যাপারে জানলে ইট্টু কাইন্ডলি জানান। বিষয়ডা ভালই আর্জেন্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।