আমাদের কথা খুঁজে নিন

   

নক্ষত্রের পতন,অতঃপর আমরা ...............

৩০শে মে ১৯৮১, জিয়াউর রহমানের জানাজার (জানাজা হয় ৪ জুন ) জনসমূদ্রই বলে দেয় আজকাল যতই তাঁকে গালাগাল দেয়া হোক না কেন, এদেশের মানুষের কাছে সত্যিই তিনি প্রচণ্ড জনপ্রিয়তা রাখতেন। আর জনপ্রিয়তা গণতন্ত্রের সন্তান! তাঁর জানাজা হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তথা মানিক মিয়া এভিনিউতে; কিন্ত জনতার ঢল এত ছিল যে সুদূর আজিমপুর দায়রা শরীফ অব্দি মানুষকে জানাজার নামাজের কাতার করতে হয়েছিল!! আমাদের শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান উভয়কেই দলীয় সঙ্কীর্ণতার উপরে রাখা দরকার। নাহলে সমস্যা জাতির সামনে থেকে যাবেনা। যদি তাঁরা এতই অযোগ্য হতেন তবে কিভাবে মাত্র এই দুই নেতাই আজো এত জনপ্রিয়তা ধরে রাখতে পারেন? সময়কালের বিচারে তাঁরাই বাংলাদেশে সবচে কম সময় (সাড়ে ৭ বা ৮ বছর) ক্ষমতায় ছিলেন অথচ তাঁরাই এদেশে সবচেয়ে জনপ্রিয় যেখানে হুসেইন মুহাম্মদ এরশাদ একাই ৯ বছর এবং দুই নত্রী যৌথভাবে ২০ বছর গদিতে রয়েছেন ! কারণ্ এই ভুখণ্ডে জনগণকে মুজিব-জিয়ার চেয়ে কার্যকর ভাবে আন্দোলিত আর কেউ করতে পারেনি...।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।