আমাদের কথা খুঁজে নিন

   

'শাকিব-ময়ূরীর' প্রেম উপাখ্যান।

প্রসপেকটিভ রাজমিস্ত্রী অফিস থেকে বাসায় ফেরার পথে আজকের বাংলাদেশ প্রতিদিন কিনেছিলাম। নীচের লেখাটি আজকের বাংলাদেশ প্রতিদিন থেকে নেওয়া। ছোট খাটো বাংলা ছিনেমার মত কাহিনী। পড়ে দেখতে পারেন আজব পেপার আর আজব চিড়িয়াখানা কর্তৃপক্ষের কান্ড কারখানা। মন ভোলানো সুর আর ভালোবাসায় মুগ্ধ হয়ে শাকিব খানের ঘরে চলে গেছে ময়ূরী।

আর ময়ূরীকে হারানোর বেদনায় পাগলপ্রায় শাকিল খান। খাওয়া-দাওয়া ছেড়ে নীরব-নিস্তব্ধ হয়ে পড়েছে শাকিল। এরা তিনজনই রংপুর চিড়িয়াখানার বাসিন্দা। ময়ূরী হচ্ছে স্ত্রী ময়ূর। শাকিব খান হচ্ছে ডিমোসিলক্রেন নামের অস্ট্রেলিয়ান পাখি।

আর শাকিল খান হচ্ছে পুরুষ ময়ূর। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বছর দশেক আগে ঢাকা চিড়িয়াখানা থেকে রংপুর চিড়িয়াখানায় আনা হয় এক জোড়া ময়ূর-ময়ূরীকে। এক খাঁচায় রাখা হয় তাদের। প্রাণী তত্ত্বাবধায়ক (অ্যানিমেল কেয়ারটেকার) আনোয়ার হোসেন শখ করে ময়ূরের নাম রাখেন শাকিল খান। স্ত্রী ময়ূরটির নাম রাখেন ময়ূরী।

সুখেই দিন কাটছিল তাদের। ময়ূরীকে ছাড়া এক মুহূর্ত একা থাকত না শাকিল। কিন্তু বছর চারেক আগে পাশের খাঁচায় আনা হয় এক কিশোর পাখিকে। দিনে দিনে বড় হতে থাকে ডিমোসিলক্রেন নামের পাখিটি। এটি অস্ট্রেলিয়ান পাখি।

সুদর্শন ডিমোসিলক্রেন টগবগে যুবকের বয়সী হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণী তত্ত্বাবধায়ক আনোয়ার তার নাম রাখেন শাকিব খান। সারাক্ষণ মিষ্টি সুরে গান গায় শাকিব। পাশের খাঁচা থেকে সেই মিষ্টি সুর কান পেতে শোনে ময়ূরী। বিমোহিত হয় ময়ূরী। শাকিল যখন ঘুমিয়ে পড়ে ময়ূরী তখন শাকিবের গান শোনার জন্য ছুটে যায় তার খাঁচার ধারে।

আস্তে আস্তে ময়ূরীর প্রতি দুর্বল হয়ে পড়ে শাকিব। সুযোগ পেলেই খাঁচার নেটের ফাঁক দিয়ে ময়ূরীকে আদর করে শাকিব। ময়ূরী তার ভালোবাসায় সাড়া দেয়। শাকিলের কাছ থেকে সরে যেতে শুরু করে ময়ূরী। বিষয়টি আঁচ করতে পেরে ময়ূরীর সঙ্গে ঝগড়া-বিবাদ শুরু করে শাকিল।

এতে ক্ষুব্ধ হয়ে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় ময়ূরী। সারাক্ষণ শাকিবের খাঁচার ধারে পড়ে থাকে। অবস্থা বেগতিক দেখে গত ১ মে ময়ূরীকে শাকিবের খাঁচায় রাখা হয়। একে অপরকে একান্ত কাছে পেয়ে যেন নতুন জীবন ফিরে পায় শাকিব-ময়ূরী। স্বাভাবিক খাবার খাওয়া শুরু করে তারা।

অপরদিকে জর্জরিত হৃদয় নিয়ে দুঃখের সাগরে ভাসছে ময়ূর শাকিল খান। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আবুল কাশেম জানান, মানুষের মতো ভালোবাসা প্রাণীজগতের মধ্যেও রয়েছে। সঙ্গিনী হারানোর ব্যথাও তারা অনুভব করে। সেটা তার আচার-আচরণে স্পষ্ট হয়ে ওঠে। শাকিলের বেলায়ও তাই হয়েছে।

তাকে সুস্থ রাখতে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি খাওয়ানো হচ্ছে। সূত্রঃ Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।