আমাদের কথা খুঁজে নিন

   

অডিটর চিনবেন কিভাবে? (ফান পোস্ট)

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। এক মেষ পালক তার বিশাল মেষ পাল নিয়ে রাস্তার ধারে মাঠে চরাচ্ছিলেন। বিশাল ভেড়ার পাল কে ম্যানেজ করার জন্য বেশ কিছু কুকুরও ছিল সেই পালে। এমন সময় এক দামী গাড়ি এসে দাড়াল রাস্তার ধারে। গাড়ি থেকে নেমে এলেন এক কেতাদুরস্ত ভদ্রলোক।

তিনি মেষ পালক কে বললেন, আমি যদি আপনার পালে কত গুলি ভেড়া আছে তা বলতে পারি, তাহলে আমাকে একটা ভেড়া দিবেন? মেষ পালক কৌতুহলী হলেন, বললেন, নিশ্চয়। আপনি গুনে বলুন এখানে কতগুলি প্রানী আছে। ভদ্রলোক চটপট কাজ শুরু করলেন। গাড়ি পার্ক করে ল্যাপটপ অন করলেন। মডেম দিয়ে ইন্টারনেটের সাথে কানেক্ট করলেন।

জিপিএস দিয়ে জায়গা টা স্ক্যান করলেন। ৬০ টি এক্সেল টেবিল করে এনালাইসিস করলেন। হাইটেক মিনি প্রিন্টার বের করে ১০০ পৃষ্ঠার রিপোর্ট বের করলেন। অবশেষে মেশপালক কে বললেন আপনার এখানে ১৫৮৬ টা মেষ আছে। মেষ পালক স্বীকার করলেন, আপনার গণনা ঠিক আছে।

আপনি একটি মেষ নিতে পারেন। ভদ্রলোক একটি প্রানীকে তুলে তার গাড়িতে রাখলেন। মেষ পালক এবার বললেন, আমি যদি আপনার পেশা বলতে পারি তাহলে আমাকে আমার পশুটি ফেরত দিবেন? ভদ্রেলোক রাজি হলেন। মেশ পালক বললেন, আপনি একজন অডিটর। ভদ্রলোক আশ্চার্য হলেন, বললেন কিভাবে বুঝলেন?? মেষ পালক বললেন, এটা তো খুব সোজা।

প্রথমত ঃ আপনি না ডাকতেই এখানে এসেছেন। দ্বীতিয়তঃ আপনি এমন জিনিষ জানিয়ে আমাকে চার্জ করেছেনে যা আমি আগে থেকেই জানি। তৃতীয়তঃ আপনি আমার ব্যাবসা সম্বন্ধে কিছুই বুঝেই না। আপনি পাল থেকে ভেড়ার বদলে কুকুর নিয়েছেন। এবার দয়া করে আমার কুকুরটি ফেরত দিন।

গল্পটি চেইন মেইল থেকে প্রাপ্ত।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।