আমাদের কথা খুঁজে নিন

   

আমি সরকারী চাকুরীজীবি তাই বউ আমাকে সরকারী কেরানী বলে ঠাট্টা করে

রাজাকার মুক্ত বাংলাদেশ চাই আশেপাশে সব মাল্টিন্যাশনালের আনাগোনা, তাদের জৌলুসের ভীড়ে আমি দিন দিন ম্লান হয়ে যাচ্ছি মনে হয়। আমার ব্যবহারটা নাকি দিন দিন Typical সরকারী কেরানীর মত হয়ে যাচ্ছে। যেমন: ১। ওয়াইম্যাক্সের আনলিমিটেড প্যাকেজ না কিনে ৩ জিবি কিনেছি। নরমাল নেট ইউজের জন্য, ডাউনলোড এর দরকার হলে অফিস থেকে করি।

ওয়াইম্যাক্সে ইউটিউবে ভিডিও দেখে আজাইরা সময় নষ্ট করি না। ২। পোটলা ভরে লাঞ্চ নিয়ে যাই, দুপুরে খাওয়ার জন্য। বাইরে থেকে কিনে খাই না। ৩।

দৌড়াদৌড়ি করে ঝুলে ঝুলে বাসে আসা যাওয়া করি। (এছাড়া তো আর উপায় নাই। ) কিছু হেটে, বাসে ঝুলে অফিসে যেতে লাগে ১৫ টাকা মতো (আগে ১০ টাকা লাগতো), সিএনজিতে উঠার মতো মুরোদ নাই। ৪। সন্ধ্যার পরে মোবাইলে কলরেট বেশি বলে দরকার ছাড়া কাউকে সন্ধ্যার পর কল করে খেজুড়ে আলাপ করি না।

৫। বাজারে গেলে অনেক বেশি সময় অপচয় করি দামদামি করতে গিয়ে। ৬০০ টাকা কেজি বলে চিংড়ি কিনার সাহস হয় নাই। ৬। খুবই ইমার্জেন্সী কোনো দরকার না হলে বউকে নিয়েও কোথাও বাইরে গেলে রিক্সা কিংবা বাসে উঠি, সিএনজিতে উঠার সাহস হয় না।

৭। সারাদিন যা যা খরচ করি, সবই লিখে রাখি, মাস শেষে হিসাব করে দেখি কত খরচ হলো। ৮। তিন বছর ধরে বউ বলছে, কোথাও আমরা বেড়াতে যাবো, কিন্তু এখনো বেড়াতে যাওয়া হয় নাই, বউকে নিয়ে বিয়ের ১৫ দিন পর একবার হানিমুনে কক্সবাজার গিয়েছিলাম, এর পর আর কোথাও যায় নাই। ৯।

৩০ টাকার রিক্সা ভাড়া ৫০/৬০ টাকা বললে অন্য রিক্সা খোজার চেষ্টা করি। ঐ জায়গা ৩০ টাকা দিয়ে যাওয়ার জন্য ৩০টা রিক্সাকেও জিজ্ঞাসা করি। (তবে এখন থেকে ঠিক করেছি বড়লোকি দেখাবো, অন্তত রিক্সাভাড়া নিয়ে। গতকাল ২০ টাকার জায়গা ৪০ টাকা চাইলো এক রিক্সাওয়ালা, ওটাতে উঠি নাই, পরে আর কোনো রিক্সাও পেলাম না। সেই এক দুর্গতি।

বৃষ্টির পরে অন্ধকারে প্যাক কাদাতে দেড় কিমি হেটে ৩০টাকা দিয়ে রিক্সাতে উঠলাম। আমার আক্কেল হয়েছে গত্কাল। ) কি আর করবো ভাই, ইনকাম তো লিমিটেড। যা বেতন পাই, তাতে ঘরভাড়া আর বাজার খরচেই শেষ। চলবো কেমনে? তবে বউটা আমার ভালো।

তাই আমরা এত কিছুর পরেও সুখে আছি। দোয়া করবেন আমাদের জন্য।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।