আমাদের কথা খুঁজে নিন

   

সেই মেয়েটি হতে ইচ্ছে করে..

জ্যোৎস্নাবিলাস!!! জীবনের বিশটি বছর পার করে এসে মানুষকে ফিরে জেতে বলা হলে সে কোথায় জেতে চাইবে???? কোন বয়সে??? আর বিশ বছর পার করে মানুষ কি বিসর্জন দিয়ে দেয়??? সরলতা ,আর রপ্ত করে কৃত্রিমতা, অভিনয়,অদ্ভূত নিষ্ঠুরতা... এসব আমার ভালো লাগেনা, ভালো লাগেনা আমার ,দম বন্ধ হয়ে আসে, আর বারবার ফিরে জেতে ইচ্ছে করে সেই বয়সে... মনেহয় পৃথিবীটাকে বদলে দেই, সময়টাকে থমকে দেই। কিন্তু জানি সম্ভব নয়.. তবু ইচ্ছে করে.. সেই মেয়েটি হতে ইচ্ছে করে, যে বৃষ্টির মত রুমঝুম করা মাটির সোদা গন্ধে ভরা আগুনের মত টগবগে লাল যেন চৈত্রের রোদের ভয়াবহ তীক্ষতা! সেই মেয়েটি হতে ইচ্ছে করে, যে ঝরনার মত চন্চল সূর্যের মত উজ্জল অস্থির,অসীম,উচ্ছল যেন আকাশের কোলে এক ফালি সাদা মেঘ। সেই মেয়েটি হতে ইচ্ছে করে, যে কালো মেঘে আলো করা স্বাতী; দিগন্তকে ছেয়ে যাওয়া বসন্তকে রঙ্গিন করা যেন বাগানের মাঝে ফুলে ফুলে ওড়া রঙ্গিন প্রজাপতি। সেই মেয়েটি হতে ইচ্ছে করে, যাকে দুর থেকে শুধু দেখা যায় না পাওয়া যায় না ছোয়া যায় যে অনন্তকেও হার মানায় যেন কল্পনার মাঝে ময়ুরাক্ষীতে তীতলির লাফালাফি! কেন সেই মেয়েটি হতে ইচ্ছে করে??? যার খোলা চুলে কাব্য হয় চোখের কাজলে কালচে রাত; যার কথা গুলো সুর হয়ে বাজে যেন ভীতু ছেলেটির মাকে জরিয়ে থাকা ঘুম পাড়ানি গান! সেই মেয়েটিই হতে চাই আমি... যে প্রেমিকের চিঠিতে ভালবাসার কথা; যে রবীন্দ্রনাথ এর বুকে বেজে ওঠা সুখের মত ব্যাথা যে ক্লান্ত পথিকের তৃষ্ণায় করা হাহাকার; যে সাগরের বুকে ফুলে ফেপে ওঠা জলাধার! সে অকৃত্রিম,নির্ভীক,স্নিগ্ধ,মায়াময় যেন দামাল ছেলের রক্তে ভেজা যুদ্ধের কোন জয়। সে শেষ না হওয়া কবির কালিতে ভরে ওঠা কোন লেখা যেন স্বপ্ন পাগল কোন ছেলের নতুন স্বপ্ন দেখা। আমার সেই মেয়েটিই হতে ইচ্ছে করে খুব ইচ্ছে করে.... যে কখনও হয়তো আমিই ছিলাম যাকে হারিয়েছি আমি জীবন নামের ঝরে!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।