আমাদের কথা খুঁজে নিন

   

ঘরে বসেই তৈরী করুন অত্যাধুনিক অস্ত্র!

বানের জলে ধুয়েমুছে যাক সব জঞ্জাল ১৯১৫ সালে যুদ্ধ হইছিল, এরপর হইছে ৪৫ এ, এরপর ৭১ এ, কোনঢাতেই থাকতে পারি নাই আমার জন্মের আগে কিছু জরুরী কাজ ছিল, ওগুলা শেষ কইরা সময় পাই নাই তাই যুদ্ধেও আর যাওয়া হয় নাই ... ;( তয় এখন খুব করতে ইচ্ছা করতেছে, অন্ত:ত সেকেন্ড বিশ্বযুদ্ধডা। যাক, কি আর করা। যেকোনসময় যেকোনখানে যুদ্ধ শুরু হয়া যেতে পারে। এর্লাইগা আগে থেকে প্রস্তুতি লওয়া ভাল। যা আছে তাই নিয়ে ঝাপাইয়া পড়ুম।

আপাতত, গবেষণা কইরা কিছু ভালা ভালা অস্ত্র বানাইছি আমার কাছে পাচটা স্টাম্প, একটা ব্যাট আর তিনটা টেপটেনিস বল আছে। স্টাম্পগুলারে আল্ট্রা পোর্টেবল মিসাইল কইয়া চালামু, আর টেপটেনিস বলগুলা ভবিষ্যৎযুগের গ্রেনেড কমু। ব্যাটটা হইব স্পেশাল পার্পাস এসাল্ট রাইফেল! ও, একটা ছুরি আছে, ওইডা মিনি আরপিজির সামনে গুনা দিয়া বাইন্দা লাগায়া দিমু, ওয়ারহেডের কাজ হইব। একটা নষ্ট টিউবলাইট আছে। ওইডা তো সেরম জিনিস অইব, স্টারওয়ার থেকে লেজারতলোয়ার ধার কইরা আনছি! কলমগুলারে পকেটমিসাইল হিসাবে কাজে লাগামু ...... দেখলেন তো, ঘরোয়া জিনিসপত্র দিয়া অত্যন্ত অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনী তৈয়ার করা যাইব ... আপনেরাও গবেষণা শুরু কইরা দেন।

কারো কাছে জিপির মডেম থাকলে ত কথাই নাই সেটা হইব ইন্টারনেট গান। যার দিকে তাক করবো তার দিকেই গাদাগাদা স্পেশাল স্লো ইন্টারনেট ছুইরা মারব ... আর ঐ বেকতি ইন্টারনেটের বিষক্রিয়ায় মরব ... আর কি কি বানাইছেন জানাইয়েন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।