আমাদের কথা খুঁজে নিন

   

ছায়াবীথি তলে

নিশি জাগরণ দুই কূল ছাপাইয়া পড়িতেছিলো, নিশি জাগরণ ঝরিয়া পড়িয়াছিলো কনডমের ভেতর, কনডমের ভেতর নিশি জাগরণ কিলবিল করিতেছিলো, স্খলিত কনডমখানি গোলাপী বরণ টিস্যু পেপারে শরম ঢাকিয়াছিলো-Ñ নিশি জাগরণ শ্রান্ত তবে, আর বাতায়ন বরাবর উল্লম্ফন করিয়াছিলো; টিস্যু পেপারের শরম লোকচক্ষুর উন্নত শিরের উপর দিয়া আসিয়া পড়িয়াছিলো লোকচক্ষুর পদতলে। অতপর লোকচক্ষু মালুম করিতে পারে- ‘প্রতিপার্শ্বে ভালোবাসা একটি নিরাপদ বসত গড়িয়াছে।’ লোকচক্ষুর পদতলে নিশি জাগরণ ঘুমাইতেছিলো, আমরা তখন ভাবিতে থাকিবোÑ- ‘ভালোবাসার নিমিত্তে কেবল গোলাপই নয় কনডমও গুরুত্বপূর্ণ হইবার পারে।’ রোদ্দুরের পথে হাঁটিতে হাঁটিতে অকস্মাৎ আমরাও প্রেমিকার কোমর জড়াইয়া গমন করিবো ছায়াবীথি তলে। ৩১.০৫.২০১১, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।