আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্বপ্ন গাথা....

আমি একজন সাধারন ব্লগার এবং সামুর ভাষায় সেফ/নিরাপদ ব্লগার।.... আমার স্বপ্ন গাথা.। গতকাল আমার আকাশে ছিল তারার মেলা ...আর তোমার? ......ছিল ঝিরি ঝিরি মৃদু হাওয়ায় মনের দোলা। গতকাল ছিলাম আমি নীল মেঘের দেশের যাত্রী, ......আর তুমি? ......আমার কেটেছে হাসনাহেনায় সুবাসিত এক রাত্রি। গতকাল আমার সান্ধপ্রদীপ যায়নি নিভে, ...আর তোমার? ...আধাঁরে আমি ভেঙ্গেছি পথ জোনাক জ্বলা প্রদীপে। গতকাল আমার গোধুলি বেলায় সূর্য ছিল টকটকে লাল, ...আর তোমার? ...আমাড় কে্টেছে পূবালী হাওয়ায় এক স্নিগ্ধ সুখের বিকাল। গতরাতের স্বপ্ন ছিল অনেক রঙ্গিন, ...আর তোমার? এমনি করে দিনগুলোতে বাজুক সুখের বীণ......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.