আমাদের কথা খুঁজে নিন

   

নারীর পর্দা।ও মানবতার অবক্ষয়।

ফুল যদি ঢাকা থাকে চাদর দিয়ে, ভোমরতো দেখবে না উত্তোক্ত থাক দুরে। ইভটিজিং হবেনা গেলে নারী পর্দায়, আজ মানোবতার হয়েছে অবক্ষয়। সুন্দর ফসলে ভরে গেছে খেত, বেড়ি বেড়া না দিয়ে ছাগলকে মারছো বেত। ছাগলকে না মেরে খেত ঢাকো বেড়ায়, আজ মানবতার হয়েছে অবক্ষয়। বিধান মানো তার এজগত সৃষ্টি যার, তবে হবে কল্যাণ বিশ্ব মানবতার। তোমার জাতিকে শিক্ষা দাও ধর্মিয় শিক্ষায়, দেখো মানোবতার হয়েছে অবক্ষয়। আজ মানোবতার হয়েছে অবক্ষয়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।