আমাদের কথা খুঁজে নিন

   

আগে কি সুন্দর ফেইসবুক ইউজাইতাম... [ফানপোস্ট]

আমার কিছু বলার ছিল আগে কি সুন্দর ফেইসবুক ইউজাইতাম, আমরা; আগে কি সুন্দর ফেইসবুক ইউজাইতাম। ফেইসবুকের পোলাপান, হিন্দু মুসলমান, মিলিয়া ফেইক আইডি আর ফিমেইল আইডি খুলতাম, আমরা; মিলিয়া ফেইক আইডি আর ফিমেইল আইডি খুলতাম, আগে কি সুন্দর ফেইসবুক ইউজাইতাম, আমরা; আগে কি সুন্দর ফেইসবুক ইউজাইতাম... কত পোলার, ফ্রেন্ড রিকুয়েস্ট আইতো, রিকুয়েস্ট দিত আমরা এ্যক্সেপ্টাইতাম, প্রোফাইলে ঐশ্বরিয়ার পিসখান, আনন্দের তুফান, কতই তেলতেলা কমেন্ট না পাইতাম, আহা! কতই তেলতেলা কমেন্ট না পাইতাম, আগে কি সুন্দর ফেইসবুক ইউজাইতাম আমরা; আগে কি সুন্দর ফেইসবুক ইউজাইতাম... মন ভাল নেই বলিয়া, যখন ইস্ট্যটাস মারিতাম, রংগে ঢংগে কমেন্টাইতো আনন্দ পাইতাম, কে যে শাহ্‌রুখ খান, কে বা সালমান, আমরা কি তার খবরও লইতাম?? হায়রে, আমরা কি তার খবরও লইতাম?? আগে কি সুন্দর ফেইসবুক ইউজাইতাম... টেকার অভব পড়িলে, কষ্টে আছি কইলে, ভদ্রপোলাগো সহানুভূতি পাইতাম, মানুষ ছিল গুড দিতো ফ্লেক্সিলোড, এখন সবাই পাগল যাচাই করিবার, আগে কি সুন্দর ফেইসবুক ইউজাইতাম... করি যে ভাবনা, সেই দিন আর পাব নাহ, ছিল বাসনা টেকা কামাইতাম, দিন হতে দিন, আসে যে কঠিন, অখন খালি কয় ডেটিংয়ে যাইবার, হায়রে! অখন খালি কয় ডেটিংয়ে যাইবার, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমরা; আগে কি সুন্দর ফেইসবুক ইউজাইতাম... *এই লেখার সব বিষয় কাল্পনিক। কোনো ব্যক্তির চরিত্রের সঙ্গে মিলিয়া গেলে সেটা নেহাতই কাকতালীয়। এইজন্যে আমি দায়ী না!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।