আমাদের কথা খুঁজে নিন

   

অনুকাব্য-২৮

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন...... তোমার হাতে নাটাই দিয়ে আমি হবো ঘুড়ি ইচ্ছেমতো উড়বো আমি সাড়া আকাশ জুঁড়ি। আকাশ থেকে নীল ছড়াবো তোমার রাংগা পায় কপালেতে টিপ পড়াব চাঁদমাখা জোছনায়। তোমার যখন ইচ্ছে হবে সুতোয় দেবে টান সেই টানেতে নাঁচবে আমার আপন ভোলা প্রান। বিনি সুতার এমন ঘুড়ি নাটাই তোমার হাতে প্রানে প্রানে বাধা সবি সবার অলোকেতে। ভালবাসায় গড়া ঘুড়ি ভালোবাসার নাটাই অদৃশ্য এক বাধন তাতে সেটাও ভালবাসাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।