আমাদের কথা খুঁজে নিন

   

মায়াবী মরীচিকা

কোমল মায়াবী তনু এখন কেবলই মরীচিকা তবু বলি আজ, যে কথা পারিনি বলতে সে কথা না হয় আজ তুমিই বলো; দুঃস্বপ্ন সম এ বাস্তবতায় বিসর্জনের ঝুলিতে আবারও নাহয় তুলে নেব প্রিয় কিছু স্মুতির জঞ্জাল, না হয় আবারও আনমনে হাঁটবো কিছু পথ; তুলে নেবো অশ্রু, তুলে নেবো অশ্রু মাঝে কোন মহুয়া;তারপর বর্ষা বিসর্জনে না হয় আবারও সিক্ত হবে কোন অন্ধ গাংচিল! এইতো বেশ! এইতো যথেষ্ট!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।