আমাদের কথা খুঁজে নিন

   

অর্থনৈতিক মুক্তির পথে

তীব্র ভূমি সংকটের কারণে বাংলাদেশ না পারছে প্রয়োজন মতো কৃষিপণ্য উৎপাদন করতে, আবার শিল্প ও বাসস্থান তৈরি করতেও সমস্যা হচ্ছে। ভূমি সংকট মেটানোর জন্য বাংলাদেশকে ভূমির যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। কৃষি ভূমি ও শিল্প স্থাপনের ভূমি আলাদা করতে হবে। অনিয়ন্ত্রিত শহরায়ন বাংলাদেশের সার্বিক উন্নয়নকে প্রশ্নের সম্মুখীন করছে। শহরে অতিরিক্ত মানুষের ফলে নগরায়ন বিপর্যস্ত হচ্ছে, গ্রামে কৃষিতে জনশক্তির অভাব হচ্ছে, সর্বোপরি সরকার উন্নয়ন কর্মসূচি প্রাধান্য নির্ধারণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।

দক্ষ শ্রমশক্তির তীব্র প্রতুলতার কারণে বাংলাদেশ উন্নয়নের পরবর্তী ধাপে ওঠা অনেকটাই অসম্ভব। এক্ষেত্রে বাংলাদেশ না পারছে তার স্বল্পমূল্যের শ্রমিকদের ধরে রাখতে, না পারছে আন্তর্জাতিক মানের জনশক্তি গড়তে। ফলে দেশীয় শিল্পের উৎপাদন এবং সেবাকে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে ব্যর্থ হচ্ছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর ফাঁকি দেওয়ার প্রবণতা অব্যাহত থাকায় সরকারের রাজস্ব আয় প্রয়োজন অনুপাতে বাড়েনি। ফলে রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে সরকারকে এখনও পরমুখী কিংবা বিদেশমুখী হয়ে থাকতে হয় এবং সরকারের জন্য স্বাধীনভাবে নীতি পরিচালনা দুরূহ হয়ে পড়ে।

প্রাতিষ্ঠানিক সামর্থ্যের অভাবে সরকারি পর্যায়ে বিনিয়োগ পরিস্থিতি অনেকটাই স্থবির। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।