আমাদের কথা খুঁজে নিন

   

নাম নাই ২

আজকে চল আকাশ দেখি, আজকে চল জল-জোছনার উদাস ছোঁয়া মাখি, আজকে চল সেই নামেতে আবার তোমায় ডাকি? আজকে তুমি সুখী, আজকে তোমার খুশির রঙ্গে মেঘলা আকাশ আনমনা হয় আড়াল থেকে চাঁদতারাদের একটু খানি উঁকি দেয় যে দোলা তোমার প্রাণে, তাইতো তুমি হাসো, তাইতো তুমি নতুন করে জোছনা ভালবাসো। আজ কি তোমার চোখ দেখেছে আমার চোখের তারা? চোখের তারার করুণ গানে গান দোলেনি বীণার তানে তাই সে আত্মহারা! আজকে আমার সুখ, বিদায় দিতে এই আমাকে চঞ্চল-উন্মুখ। আজকে আমার বন্দী পাখি কোন্ সুদূরে ওড়ে, শীতল জলের নদীর তীরে নষ্ট নতুন নীড়ে পাখির নতুন বাস, শূণ্য খাঁচার পরান কাঁদে নীরব দীর্ঘশ্বাস! তাইতো তুমি কাঁদো, চোখের জলে স্বপ্ন বুনে সুখের বাসা বাঁধো। আজকে তুমি সব পেয়েছো আকাশ-পাহাড়-চাঁদ, ফুল-পাখি-গান-জল-জোছনা-সূর্যসমান সাধ, আজকে তোমার হাতের মুঠোয় বন্দি নদীর তীর, আজকে তুমি সব পেয়েছো যুদ্ধজয়ী বীর!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।