আমাদের কথা খুঁজে নিন

   

পবিত্র কোরআনে বিপরীত সংখ্যার শব্দাবলি

সুস্থ সংস্কৃতির অনন্ত পথের যাত্রী পবিত্র কোরআনে এমন কিছু শব্দের সন্ধান পাওয়া যায়, যার সমান সংখ্যক বিপরীত শব্দ রয়েছে। যেমন: ১. পবিত্র কোরআনে‘দুনিয়া’ শব্দটি ব্যবহৃত হয়েছে ১১৫বার। এর বিপরীতে‘আখিরাত’ শব্দটি ব্যবহৃত হয়েছে ১১৫বার। ২. পবিত্র কোরআনে ‘মালায়িকা’(ফেরেশতা) শব্দটি ব্যবহৃত হয়েছে ৮৮বার। এর বিপরীতে ‘শায়াতিন’(শয়তান)শব্দটি ব্যবহৃত হয়েছে ৮৮ বার।

৩. পবিত্র কোরআনে ‘রাজুলুন’(পুরুষলোক) ব্যবহৃত হয়েছে ২৪বার। এর বিপরীতে ‘ইম্রাআতুন’(স্ত্রীলোক) ব্যবহৃত হয়েছে ২৪ বার। ৪. পবিত্র কোরআনে ‘হায়াত’(জীবন) শব্দটি ব্যবহৃত হয়েছে ১৪৫বার। এর বিপরীতে ‘মাউত’(মৃত্যু) শব্দটি ব্যবহৃত হয়েছে ১৪৫বার। ৫. পবিত্র কোরআনে ‘মুসিবত’ শব্দটি ব্যবহৃত হয়েছে ৭৫ বার।

আর ‘শুক্রুন’(কৃতজ্ঞতা) শব্দটি ব্যবহৃত হয়েছে ৭৫ বার। ৬. পবিত্র কোরআনে ‘শাহরুন’(মাস) শব্দটি ব্যবহৃত হয়েছে ১২ জায়গায়, যা বছরের ১২ মাসের গণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ৭. পবিত্র কোরআনে ‘ইয়াওমুন’(দিন) শব্দটি ব্যবহৃত হয়েছে ৩৬৫ বার, যা এক বছরের গণনার পরিপূর্ণ দিনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ৮. পবিত্র কোরআনে ‘ঈমান’ শব্দটি ব্যবহৃত হয়েছে ২৫ বার। এর বিপরীতে ‘কুফরুন’ শব্দটি ব্যবহৃত হয়েছে ২৫ বার।

গ্রন্থনা: মুহাম্মদ মাহবুবুল আলম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.