আমাদের কথা খুঁজে নিন

   

জুম-পাহাড়ের কান্না

www.adityaanik.com জুম-পাহাড়ের কান্না আদিত্য অনীক তুমি আমাকে বদলানোর প্রকল্প নিও না আমাকে নিজের মত বদলাতে দাও তুমি আমাকে মারার দানব পাঠিও না আমাকে আমার মত মরতে দাও আমাকে সভ্যতা শিখিও না আমার ভাষায় কথা বলতে দাও আমাকে গনতন্ত্রী করো না আমার ভোট আমাকে দিতে দাও আমাকে জাতীয়তা শিখিও না আমাকে মানুষ থাকতে দাও আমাকে উন্নয়নের ছবক দিও না আমাকে জুমপাহাড়ী থাকতে দাও আমার পরকাল নিয়ে উদ্বিগ্ন হয়ো না আমাকে আমার ধর্ম পালন করতে দাও তুমি অন্ধকারে লাইল্যাঘোনায় এসো না কল্পনাকে সিজক-জলে সাঁতার কাটতে দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।