আমাদের কথা খুঁজে নিন

   

আর ১০টা বছর, এর পর কি আওয়ামী লীগ থাকবে?

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই স্বাভাবিক নিয়মে আগামী সর্বোচ্চ ১০ বছরের মধ্যে আমাদের আন্টি ২ জন মারা যাবে। এটা হবে নিষ্ঠুর বাস্তবতা। কিন্তু এরপর? আগামীতে বিএনপি'র বিষয়ে ভাবা যাবে আজকে চলেন আলোচনা করি যে,১০ বছর পরে আওয়ামী লীগরে দেখবে কে? আওয়ামী লীগ একটা চাপাবাজ টাইপের দল, একটা প্রশ্ন করলে আরেকটা জবাব দেয়, তার ভুল ধরলে আবার নতুন প্রশ্ন করে। একমাত্র বঙ্গবন্ধুর দল ছাড়া আর কোন যোগ্যতা ওদের আছে সেটা একটা কোটি টাকার প্রশ্ন। ভারত,হিন্দু জনগণ আর কিছু মৃত্যুপথযাত্রী বুদ্ধিজীবিরে গোনায় ধরা যায় না, তাইলে থাকলো কি????? বাংলাদেশে নাকি কে হবে কোটিপতি শুরু হইছে তো সেখানে এই প্রশ্নটা করে দেখা যেতে পারে যে বঙ্গবন্ধু ছাড়া আওয়ামী লীগের কি আছে? শেখ হাসিনার অনেক সমস্যা থাকলেও দেশবাসীর প্রতি তার একটা দায়বদ্ধতা আছে।

তার অনুপস্থিতিতে জয়রে দিয়া আওয়ামী লীগের হাল ধরানোর চেষ্টা করে লাভ হবে না। কারন বাঙ্গালী ওরে দেখেই নাই তেমন। শেখ রেহানার মত মহিলারে নিয়া আশা করা যায় না বলেই আমার মনে হয়। বাঙ্গালীর যেমন স্বভাব তাতে মনে হয় হাসিনা আন্টি'র মেয়ে পুতুলের একটা সুযোগ আছে। নাকি? অনেক আগে সামু'র এক ব্লগার কম্পু নিয়ে চিন্তা করে ইতিহাস হয়ে গেছিল।

কিন্তু আসলে আমাদের চিন্তা করা উচিত আওয়ামী লীগ দলটা আগামী ১০ বছর পরে টিকবে কি না? যদি না টিকে, তাইলে পেশাদার আওয়ামী লীগারদের কি হবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।